'পাবলিক করেন শেয়ার দেবো' কমেন্ট করেও শেয়ার না করায় মামলা

৩১৮ পঠিত ... ১২:২৬, ডিসেম্বর ২০, ২০২১

Public-koren-share-dibo-mamla

আমরা চারদিকে বিভিন্ন এবং উদ্ভট রকম মামলার কথা শুনে থাকি। এলাকার কুকুর কিংবা ডাস্টবিনের বিরুদ্ধেও মামলা করেছেন কেউ কেউ। তবে সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের মামলা করে দেখালেন বরিশালের তুষার (২৮) নামের এক উঠতি ফেসবুক সেলিব্রেটি। জানা গেছে, ‘পাবলিক করেন শেয়ার দেবো’—বলেও শেয়ার না করায় তার এক ফলোয়ারের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন তিনি।  

এ ধরনের (কাল্পনিক) মামলায় হতবাক হয়েছে ফেসবুক নেটিজেন থেকে শুরু করে সারা দেশবাসী। তবে এ ব্যাপারে তুষার কী বলেন?    

eআরকি'র বরিশাল প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে তুষার জানান, 'ফেসবুকে আমার ফলোয়ার সংখ্যা ৩,৫৬৮ জন। একঘণ্টা আগে তিনজন আনফলো করছে। আসলে একটা পোস্ট দিছিলাম কয়েক ঘণ্টা আগে। প্রাইভেসি অবশ্য ফ্রেন্ডস করা ছিল। একজন আইসা বললো , ভাই পোস্টটা সেরা হইছে, পাবলিক করেন শেয়ার দিব। প্রথমে আমার পাব্লিক করার তেমন ইচ্ছা ছিলো না। পরে ভাবলাম ফলোয়ারদের ইচ্ছাও মাঝে মাঝে পূরণ করতে হয়, তাই পোস্ট পাবলিক করে দিলাম৷ একটু পর পর চেক করতেছিলাম শালা শেয়ার দিছে কিনা। ওমা, তার কোনো খবরই নাই.…'

এতোটুকু বলে উত্তেজিত হয়ে যান বরিশালের তুষার। কিছুক্ষণ পর ক্ষান্ত হলে তিনি বলেন, 'কিছুক্ষণ পর ওকে আমি নক দিলাম পোস্টটা শেয়ার করবে কখন। সে রিপ্লাই দিলো কিছুক্ষণ মধ্যে করতেছি ভাই, একটু ব্যস্ত আছি। আমি এরপর তিন ঘণ্টা তার জন্য অপেক্ষা করেছি। তিন ঘণ্টায় অন্তত ৩ হাজারবার তার প্রোফাইল চেক করেছি। কোনো বিকারই নাই। এরপর অডিও কল দেওয়া শুরু করছি। একটু পরে দেখি বা'**টা ব্লক কইরা দিছে। তখনই আমি মামলা করার সিদ্ধান্ত নিলাম।'

কীভাবে এমন ক্ষতি সামাল দিয়েছেন এমন প্রশ্নের উত্তরে তুষার জানান, 'কী আর করবো ভাই, নিজের দশটা ফেক আইডি দিয়ে দশবার শেয়ার আর সহমত ভাই লিখছি....'

আশার সময় তিনি আমাদের বরিশাল প্রতিনিধিকে বলেন, 'ভাই, আপনি আরিয়ান তানভিরের বাসা চিনেন? ওর বাসায় গিয়ে একটু জিজ্ঞেস করতাম পোস্টটা কখন শেয়ার দিবে।'

৩১৮ পঠিত ... ১২:২৬, ডিসেম্বর ২০, ২০২১

Top