বাংলা বানানের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিতে আমেরিকা যাচ্ছেন ৩০ সরকারি কর্মকর্তা

৪২৭ পঠিত ... ১৫:৫২, ডিসেম্বর ১৮, ২০২১

banan-training-

সম্প্রতি বিভিন্ন সরকারি কাজে বাংলা বানানের ভুল বেশ আলোচনার জন্ম দিচ্ছে৷ এই আলোচনা বন্ধ করতে বাংলা বানানে সমৃদ্ধ হওয়ার লক্ষে সরকারিভাবে বেশ কিছু উদ্যোগ নেয়া হচ্ছে বলে একটি সম্পূর্ণ ভূয়া সূত্র মারফত জানা যায়। সূত্রটি মারফত আরো জানা যায়, বাংলা বানানের উপর উচ্চতর প্রশিক্ষণ নিতে সরকারি কর্মকর্তাদের একটি দল ৩ মাসের সফরে আমেরিকা পাড়ি জমাবেন।

এ বিষয়ে কর্মকর্তাদের একটি ফেক আইডির সাথে যোগাযোগ করি আমরা৷ বানান ভুল হওয়ার ভয়ে তারা আমাদেরকে লিখিত কোন বিবৃতি না দিয়ে একটি ভয়েজ রেকর্ড পাঠান৷  

রেকর্ডটিতে তারা বলেন, 'দেশের ১৬ কোটি মানুষকে বাংলা বানানে আরো সমৃদ্ধ করতেই আমাদের এই যাত্রা। সপরিবারে সেখানে আমরা ৩ মাস থাকবো। আশা করছি এরপর থেকে আর বানানে ভুল হবে না৷ ভুল হলেও চিন্তার কিছু নেই৷ যতবার ভুল হবে ততবারই আমেরিকা সফর করার জন্য আমাদের একটা দল রেডি থাকবে৷ দেশের ভাবমূর্তি রক্ষায় এটুকু ত্যাগ করতে আমরা সদা প্রস্তুত।'   

বানান ভুল ঠেকাতে দু’টা পরিকল্পনার কথা জানান সফরকারি দলের সাথে সহকারি হিসেবে যাওয়া ৬০ জনের অন্য একটি দলের প্রধান৷ তিনিও ফেক আইডি থেকে আমাদের বলেন, 'আমাদের দু’টা পরিকল্পনা আছে৷ প্রথমত বাংলা বানান নিয়ে আমরা কাজ করতে চাই৷ কিন্তু এটা বেশি কঠিন মনে হলে বাংলিশ শিখবো৷ বাংলায় যুক্তাক্ষর, যতিচিহ্নের, স্বরচিহ্নের ঝামেলা থাকলেও বাংলিশে নাই। ডিজাইনে বর্ণ হারিয়ে যাওয়ার রিস্কও নাই। বাংলিশ দিয়েই আমরা সরকারি কাজকর্ম চালানো যায় কি না সে বিষয়েও আমেরিকা বসে আমরা ভাবার চেষ্টা করবো।'

যদিও আমেরিকায় গিয়ে ঘোরার আশাবাদ ব্যক্ত করে অন্য এক কর্মকর্তা ফেক আইডি থেকে আমাদের বলেন, 'বানাম ভুল হতেই পারে। সেম্পল৷'

৪২৭ পঠিত ... ১৫:৫২, ডিসেম্বর ১৮, ২০২১

Top