দ্রুততম মানব হিসেবে দু’টি দেশ ভ্রমণের বিশ্বরেকর্ড ডা. মুরাদ হাসানের

৪৭৯ পঠিত ... ১৬:২৩, ডিসেম্বর ১২, ২০২১

murad-druto

সাবেক তথ্যমন্ত্রী মুরাদ হাসান ‘মুখ খারাপ’ রেকর্ডের পাশাপাশি গড়ে তুললেন আরও এক বিশ্বরেকর্ড। তিনি দ্রুততম বাংলাদেশী হিসেবে পরপর দুটি দেশ ভ্রমণ করেছেন। ভেতরে ভ্রমণ করতে না পারলেও অন্তত সেখানকার এয়ারপোর্টগুলোতে পা রেখেছেন—এমনটাই জানিয়েছেন গোয়েন্দা বিভাগ। দেশ দুটি হচ্ছে কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত (দুবাই)৷  

নারীবিদ্বেষী-কুরুচিপূর্ণ মন্তব্য এবং মাহিয়া মাহির সাথে ফোনালাপ ফাঁসের পরই মুরাদ হাসানের মন্ত্রীত্ব বাতিল করা হয়। এরপরই তিনি দেশত্যাগ করেন। এ ব্যাপারে মুরাদ হাসান একটি ফেক আইডি থেকে জানান, 'সবাই ভাবতেছে আমি দেশ থেকে পালাইছি। বোকা*দার দল। আরে আমি একটা ট্রেইনিং করাইতে আসছি। ওরা আমার কাছে গালির কোর্স করতে চাইছিলো। ওদের ভাষায় নাকি এতো গালি টালি নাই, এজন্য ইনভাইট করছে আমারে...'

‘তাহলে এখন ঢুকতে দিচ্ছে না কেনো' এমন কমেন্টের উত্তরে তিনি বলেন, 'ওই মিয়া, কে বলছে আমারে ঢুকতে দিচ্ছে না? আমি ইচ্ছা কইরাই ঢুকতেছি না। আমি একজন ডাক্তার, ঠিকাছে ভায়া? আমার একটা ওয়েট আছে না? একটু দেরি করে যাইতে হবে। তাই এয়ারপোর্টগুলাতে ঘুরতেছি... কত অল্প সময়ে দুই দেশ ঘুরলাম। আরও ঘুরতে পারবো এই আশা ব্যক্ত করছি।'

মুরাদ হাসানের এই রেকর্ডে বেশ উদ্বেলিত ও আনন্দিত হয়েছে দেশবাসী। নাহিদ (৩২) নামের এক যুবক বলেন, 'দেশে এতদিন তেমন ট্রাভেল ভ্লগার দেখি নাই। মুরাদ স্যারকে নিয়ে আশার আলো দেখতে পাচ্ছি। এইযে স্যার এতদেশে এয়ারপোর্ট ঘুরতেছেন, একটা ভ্লগ করতেছেন না কেনো? আমাদের তো কখনো এত এয়ারপোর্ট ঘোরার সৌভাগ্য হবে না, তাই ভিডিও দেখেই শান্তি পেতাম...'

এমন মন্তব্যে বেশ খুশীই হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'এতদিনে একটা ভালো কথা বলছো। আমি অবশ্য প্রিপারেশন নিচ্ছি আগে থেকেই। ‘মুরাদ অন দ্য গো’ নামে একটা ইউটিউব চ্যানেলও খুলছি। তোমাদের সামনে পিছে যা ডিভাইস আছে সবগুলো দিয়ে সাবস্ক্রাইব করো। এক্ষুনি....'

৪৭৯ পঠিত ... ১৬:২৩, ডিসেম্বর ১২, ২০২১

Top