ফোনালাপ ফাঁস ঠেকাতে ফাইভ মিনিটস স্কুল নিয়ে আসছে সাইন ল্যাংগুয়েজ কোর্স

৩৫৬ পঠিত ... ১৫:২০, ডিসেম্বর ০৯, ২০২১

sign-language

দিনের দশটি স্বাভাবিক কাজের মতোই স্বাভাবিক হয়ে গেছে ফোনালাপ ফাঁস। ভিকারুন্নিসার প্রিন্সিপাল বা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান যে-ই হোক না কেন, এই ফোনালাপ ফাঁস আমাদের ভীষণ চিন্তায় ফেলছে। এ থেকে মুক্তির উদ্দেশ্যে ফাইভ মিনিটস স্কুল নিয়ে আসছে সাইন ল্যাংগুয়েজ কোর্স।

যারা নিজেদের ঝুঁকিপূর্ণ অবস্থান নিয়ে চিন্তিত শীঘ্রই আপনারা নিজেদের এনরোল করে নিন৷ জানা গেছে, হাত নেড়ে নেড়ে ব্যবহৃত এ ভাষায় গালাগালি কিংবা প্রেমের কথা বললেও ধরা পড়ার সম্ভাবনা মাত্র. ০০০০০১%। শুধু তাই নয়, এই কোর্সের সাবডিভিশন হিসেবে সাইন ল্যাংগুয়েজ লেখাও শেখানো হবে। যাতে স্ক্রিনশট ফাঁসেও কেউ বিপদে না পড়ে। তবে এরজন্য কোর্স ফি পড়বে স্বাভাবিকের চেয়ে একটু বেশি৷

মালিহা (১২) নামের এক কিশোরী জানায়, 'প্রেম করতে যায়া বাসায় অনেকবার ধরা খাইছি। আম্মা বলছে আরেকবার ধরা পড়লে বাসা থেকে বের করে দিবে। শেষ চেষ্টা হিসেবে এই কোর্সে আসলাম। ওই যে দেখেন আমার বয়ফ্রেন্ডকেও নিয়ে আসছি। তাকেও তো পারতে হবে, নাহলে আমি কী বলছি সেটা সে বুঝতে পারবে না। আর চিঠিতে ও যা লেখে....উফ...'

একথা বলতে বলতে সে তার ক্লাস এইটে পড়া প্রেমিককে ইশারা করে।

সবাই এ নিয়ে আশঙ্কামুক্ত থাকলেও নাহিদ নামের এক তরুণ এ ব্যাপারে সংশয় প্রকাশ করে। সে জানায়, 'আমার কেন তাও কেন যেন সেফ ফিল হচ্ছে না। রেকর্ড থেকে নাহয় বাঁচা গেলো। যদি শরীরের মধ্যে চিপ ঢুকায়ে সব রেকর্ড করে? তাহলে তো ‘এগুলা এডিট করা’ বলা অস্বীকারও করতে পারবো না। খুব চিন্তা লাগতেছে....'

এমন কোর্সে ভর্তি হওয়ার জন্য ইতোমধ্যে অনেক নেতা, কর্মকর্তাদের লাইন লেগে গিয়েছে বলে ভূয়া এক সূত্র থেকে জানা যায়। লাইনে দাঁড়ানো এক নেতা বলেন, 'আগে যেগুলো বলে ফেলছি ওগুলোকে কি কোনভাবে সাইন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা যাবে?'

এদিকে বিরোধীদলের কেউ যেন এই কোর্সে ভর্তি হতে না পারে তা নিশ্চিত করতে একটা প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও সম্পূর্ণ ভূয়া এক সূত্র থেকে জানা গেছে৷

৩৫৬ পঠিত ... ১৫:২০, ডিসেম্বর ০৯, ২০২১

Top