মিশন এক্সট্রিম না দেখায় কেড়ে নেওয়া হতে পারে বাংলাদেশি নাগরিকত্ব

৯৯৪ পঠিত ... ১৯:১৯, ডিসেম্বর ০৪, ২০২১
mission-xtreme
৩ ডিসেম্বর মিশন এক্সট্রিম নামের একটি ঢাকাই সিনেমা মুক্তি পায়৷ মুক্তি পাওয়ার আগে নিজের এক বক্তব্যের সিনেমাটির অভিনেতা আরেফিন শুভ বলেন, 'যদি আপনি বাংলাদেশি হন, আপনার যদি সেভেন্টি ওয়ানের প্রতি কোনো রকম শ্রদ্ধা ভালবাসা এবং সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা থাকে৷ আপনি যদি বাংলা ভাষায় কথা বলে থাকেন, আপনার যদি ফিফটি-টু'র প্রতি কোনো রকম অনুরাগ থাকে সেই সেক্রিফাইসের জন্য আপনার বুকের ভিতর একধরনের কষ্ট থাকে, এবং আপনি যদি একজন বাংলাদেশি হোন এবং গর্ববোধ করেন তাহলে আপনি মিশন এক্সট্রিম দেখবেন।'
 
আরেফিন শুভর বক্তব্য শুধু এতটুকু থাকলেও সম্পূর্ণ ভ্যারিফায়েড একটি ডাবল ভূয়া সূত্র থেকে জানা যাচ্ছে আরো কিছু তথ্য। শোনা যাচ্ছে, মিশন এক্সট্রিম না দেখা অনেকেরই কেড়ে নেয়া হতে পারে বাংলাদেশি নাগরিকত্ব। নাগরিকত্ব হারানোর ভয়ে নাকি অনেকে জমি জমা বিক্রি করে সিনেমাটি দেখতে হলে যাচ্ছেন৷
 
এমন গুজব সম্পর্কে কথা বলতে যাই শাকিব নামের এক দর্শকের কাছে। মিশন এক্সট্রিম নিয়ে কথা বলবো শুনেই পালিয়ে যান তিনি৷ এরপর অনেক অনুরোধের পর তিনি বলেন, 'আপনারা মিশন এক্সট্রিম টিমের লোক নয়তো? আমি এখনো সিনেমাটি দেখিনি সেজন্য ভয়ে আছি৷ যদি আবার নাগরিকত্ব কেড়ে নেন!'
 
এদিকে প্রথম শো-তে মিশন এক্সট্রিম দেখে ফেলা রায়হান নামের অন্য এক দর্শক বলেন, 'দেশপ্রেম শুধু পরীক্ষার খাতায় রচনা লেখা পর্যন্ত থাকলে হবে না। কাজেও দেখাইতে হবে। আরেফিন শুভ কী বলছে দেখেন নাই, আপনি ‘মিশন এক্সট্রিম’ না দেখলে দেশের প্রতি আপনার কোনো ফিলিংসই নাই..আমি ট্যাক্স ফ্যাক্স দেই না, রাস্তাঘাটে ময়লা ফালাই, প্রসাব করি, পাকিস্তানকে সাপোর্ট করি। কিন্তু তারপরেও আমি দেশপ্রেমিক, কারণ আমি মিশম এক্সট্রিম দেখছি,...'
 
জামালপুরের এক বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা রশিদ মিয়া নিজের ফেক আইডি থেকে (৮৮) জানান, 'শইলড্যা খুব অসুস্থ। নড়তে চড়তে পারি না। এক খবর শুইনা মনটা খারাপ হয়ে গেলো৷ ৭১ এ যুদ্ধ করছিলাম দেশকে ভালোবাইসা, এখন কোন সিনেমা না দেখলে নাকি দেশপ্রেমিক হইতে পারমু না। ভাবতেছি এক ফাঁকে যায়া সিনেমাটা দেইখ্যা আসুম....মরার আগ পর্যন্তও দেশপ্রেমিক থাকতে চাই....'
 
শুভর এমন আবেদন স্পর্শ করেছে বলিউড, হলিউডের একাধিক নায়ককে। টম ক্রুজ, শাহরুখ, জনি ডেপের মত জনপ্রিয় নায়করা নিজেদের সিনেমার ক্ষেত্রেও এমন দেশপ্রেমের সার্টিফিকেট দিতে চান৷ টম ক্রুজ নিজের পরের সিনেমা রিলিজ হওয়ার আগেই বলেন, 'যদি আপনি আমেরিকান হন, আপনার যদি ফোরটি টুর প্রতি কোন রকম শ্রদ্ধা ভালোবাসা থাকে এবং সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা থাকে; আপনি যদি ইংরেজি ভাষায় কথা বলে থাকেন, সেই ভাষার জন্য বুকের ভিতর এক ধরনের টান অনুভব করেন এবং আপনি যদি একজন আমেরিকান হোন এবং গর্ববোধ করেন তাহলে আপনি মিশন ইম্পসিবল দেখবেন।'
৯৯৪ পঠিত ... ১৯:১৯, ডিসেম্বর ০৪, ২০২১

Top