গরুর নামে ফুটওভার ব্রিজ স্থাপনের আন্দোলন শুরু করলো জাতীয় গরু সংঘ

৩৯৬ পঠিত ... ১৭:১৬, ডিসেম্বর ০১, ২০২১

cow-footover-bridge

গতকাল মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ধাক্কায় দুটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রানওয়ের ১৭ নম্বর ডেলটা পোস্টের সামনে বিমান উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে। বিমানটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল।

৯৪ জন যাত্রী প্রাণে বেঁচে গেলেও দুই গরুর মৃত্যুতে সারা দেশে বেদনার ঢল নামে। মঙ্গলবার রাত আটটার ভেতরই সারাদেশে দলে দলে রাস্তায় নেমে আসে অসংখ্য গরু৷ এ সময় তাদের গায়ে ছিলো একটি কালো ব্যাজ এবং ফুলের স্তবক। গরুদের জানাজা শেষে একটি মিলাদ মাহফিলের আয়োজন হয়।

সভাশেষে বক্তব্য রাখে কেন্দ্রীয় গরু কমিটির সভাপতি, সহসভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক৷ বক্তব্য প্রদানের সময় তারা প্রথমে অশ্রুসিক্ত হয়ে হাম্বা হাম্বা করলেও পরবর্তীতে ক্ষুব্ধ হয়ে ওঠে৷ বিশেষ ভাষায় সভাপতি বলে, 'আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই৷ শুধুমাত্র গরু হয়ে জন্মেছি বলে বিচার পাবো না, এ বড় অন্যায়। এয়ারপোর্টে গরুগুলোর বিচার চাই৷ আমরা গরু হয়েও যতটুকু উন্নত, ওরা মানুষ হয়েও তত উন্নত হইতে পারে নাই...'

নিহত সিনিয়র গরুর স্ত্রী জানায়, 'আমার স্বামী খারাপ কিছু করে নাই। তার পাসপোর্ট, ভিসা সবই আছে। দালাল ধরে ২৭ হাজার টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট বানাইছিলো। একটু বিদেশ যাওয়ার খুব ইচ্ছা আছিলো তার৷ তার নামে ফুটওভার ব্রিজ করে দিক এখন। তাহলে তার আত্মা শান্তি পাবে...'

অপর গরুর স্ত্রীও একই ধরনের দাবি জানায়। তিনি বলেন, 'জীবিত অবস্থায় আমার স্বামী বলতো, বাংলাদেশে একদিন ১৬ কোটি মানুষের নামেই ওভারব্রিজ হইবো। আমাদের কি আর সেই সৌভাগ্য আছে? ওভারব্রিজের জন্য আমি মরতেও রাজী...'

তিনি আরও বলেন, 'আমার স্বামীর ইচ্ছা পূরণ হইছে। এখন আমাদের দাবি একটাই, গরুদের নামেও ওভারব্রিজ চাই।'

এই বক্তব্যের পরপরই কক্সসবাজার রানওয়ে মশাল নিয়ে জমায়েত হন প্রায় দশ হাজার গরু। এদিকে দেশী গরুদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আন্তজার্তিক সীমারেখার গরুরাও। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট হাউজের এক গরু বলে, 'বাংলাদেশের গরুদের কপাল দেখলে মাঝে মাঝে হিংসা হয়। তারা প্লেনে চড়তে পারে, মারা যাওয়ার পর নিশ্চয়ই ফুটওভার ব্রিজও হবে। আর আমরা তো এয়ারপোর্টেই ঢুকতে পারি না.. আফসোস হয়, কেনো যে বাংলাদেশে জন্মালাম না!'

৩৯৬ পঠিত ... ১৭:১৬, ডিসেম্বর ০১, ২০২১

Top