মেসির ব্যালন ডি'অর জয়কে প্রহসনের জয় বললেন মির্জা রোনালদো

৬৩৮ পঠিত ... ১৪:৫৭, নভেম্বর ৩০, ২০২১

Mirza-Ronaldo

সপ্তমবারের মত ব্যালন ডি'অর জিতে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। মেসির এই অর্জনে সারাবিশ্ব থেকে শুভেচ্ছা বার্তা আসলেও এমন জয়কে প্রহসনের জয় বললেন মেসির প্রতিদ্বন্দ্বী মির্জা রোনালদো৷

আজ দুপুরে পর্তুগাল নয়া পল্টন দলীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান রোনালদো৷

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিলো না—এমন দাবি তুলে রোনালদো বলেন, 'মেসি এবার কোপা জিতছে। অথচ আমি কোপা আমেরিকায় খেলার সুযোগই পাই নাই। এইটা তো লেভেল প্লেয়িং ফিল্ড হইলো না। এছাড়াও ইংল্যান্ডের গতিময় ফুটবল আর ফ্রান্সের ম্যাড়ম্যাড়ে ফুটবলের কথা নাই বা বললাম! এই ধরনের প্রহসনের ব্যালন ডি'অর আমি প্রত্যাখ্যান করলাম।' 

তিনি আরও বলেন, 'কাপের নাম দেখলেই তো বোঝা যায় এটা একটা কোপাকুপি করে অর্জন করা কাপ। এই ধরণের সহিংস কাপ জেতা কাউকে যে প্রতিষ্ঠান ব্যালন দিতে পারে সে প্রতিষ্ঠনের ব্যালন আমার দরকার নেই। আগের পাঁচটা আমার পোলারে দিয়ে দিছি। বলছি কটকটি কিনে খাইতে।' 

ব্যালন ডি'অর দেয়ার সিস্টেমটাই ঠিক নাই—এমন দাবিও তোলেন এই পর্তুগিজ তারকা৷ তিনি বলেন, 'ব্যালন ডি'অর দেয় ফ্রান্স ফুটবল, এদিকে মেসিও এখন ফ্রান্সে খেলে! আপনারা ভাবছেন আমরা এইসব ষড়যন্ত্র বুঝবো না! দুইয়ে দুইয়ে চার মিলাইলেই বুঝবেন, খেলা আসলে আগের রাতেই হয়ে গেছে। এই ব্যালন ডি'অর কমিটি আসলে মেসির পোষা কমিটি। অ্যাওয়ার্ড তো তার হাতেই উঠবে!' অতি দ্রুত তত্ত্বাবধায়ক ব্যালন ডি'অর কমিটির হাতে ক্ষমতা দিয়ে পুরস্কার ঘোষণার আহবান জানান রোনালদো। অন্যথা বড়দিনের পর কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।

৬৩৮ পঠিত ... ১৪:৫৭, নভেম্বর ৩০, ২০২১

Top