করোনার প্রকোপের কথা চিন্তা করে ভোট ফ্রম হোম চালু করলো ইসি

২৭৫ পঠিত ... ২০:৩০, নভেম্বর ২৮, ২০২১

vote-from-home

কেন্দ্রে গিয়ে জানতে পারা, আমার ভোট হয়ে গেছে— বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক ঐতিহাসিক ঐতিহ্য। বংশ পরম্পরায় আমাদের দেশ এই ঐতিহ্য পরম যত্নে ধরে রেখেছে৷ এতদিন এই ঐতিহ্যের কোন আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও সেই খরা কাটিয়ে এই ঐতিহ্যকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইসি। নির্বাচনের মাঠে পরিচিতি পাচ্ছে 'ভোট ফ্রম হোম' নামের নতুন এক মডেল। সম্পূর্ণ ভূয়া একাধিক সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছি আমরা৷

বরাবরের মত এবারও একাধিক স্থান থেকে এমন অভিযোগ আসায় ইসি এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে৷ এ বিষয়ে এক ভূয়া অপ্রধান নির্বাচন কমিশনার নিজের একটি ফেক আইডি থেকে বলেন, 'আগে থেকেই আমার মন বলতো, একজনের ভোট অন্যজনে দেয়াটা একটা দারুণ বৈধ সিস্টেম। কিন্তু বিষয়টার জন্য উপযুক্ত কোন যুক্তি পাচ্ছিলাম না৷ এরপর করোনা আসলো, ওয়ার্ক ফ্রম হোমের সাথে আমরা পরিচিত হলাম। এরপর বুঝলাম, কেন্দ্রে গিয়ে ভোট হয়ে গেছে জানতে পারা আসলে মডার্ন ইলেকশনের একটা পদ্ধতি। ভোট ফ্রম হোম।'

বরং এই বিষয়টিকে একটি মানবিক বিষয় বলেও দাবি করেছেন তিনি৷ তিনি বলেন, 'অনেকে আছে অসুস্থ, মুরুব্বি, নারী— কষ্ট করে ভোট কেন্দ্রে যাওয়াতের হাত থেকে তাদের রক্ষাও করা হয় এই ভোট ফ্রম হোম সিস্টেমে। আপনি বাসায় থাকবেন কিন্তু ভোট দেয়া হয়ে যাবে৷ কী জব্বর সিস্টেম, থুক্কু নুরুল হক সিস্টেম'

নির্বাচনের এই মডেলটির বিষয়ে বিশ্ববাসীকে জানাতে চান ইসি৷ দেশে দেশে গণতন্ত্রহীনতার এই যুগে আলোর দিশারী হয়ে হাজির হতে চান তারা৷ সেজন্য ভোট ফ্রম হোম মডেল নিয়ে একটি ওয়ার্ল্ড ট্যুর করবেন বলেও জানান ইসি৷ প্রথমে যাবেন রাশিয়া, এরপর চীন হয়ে উত্তর কোরিয়া। ফিরতি পথে আমেরিকা হয়ে ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির৷

২৭৫ পঠিত ... ২০:৩০, নভেম্বর ২৮, ২০২১

Top