বড় ছেলে-২ নাটকে মেহজাবিনের পরিবর্তে কান্নার রোল তুলবেন মেয়র জাহাঙ্গীর আলম  

৬৯৭ পঠিত ... ১৭:৫৮, নভেম্বর ২১, ২০২১

boro-chele-meyor

আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর বেশ নাজুক অবস্থায় আছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম৷ বহিষ্কারের বেদনায় অশ্রুশিক্ত জাহাঙ্গীর মিডিয়ার সামনে একটি দলীয় ক্রন্দনের আয়োজন করেন৷ সেই ক্রন্দন নজর কেড়েছে বড় ছেলে নাটকের পরিচালকের মিজানুর রহমান আরিয়ানের।  

একটি ফেক আইডি থেকে বড় ছেলে নাটকের সিক্যুয়েলে মেয়র জাহাঙ্গীর আলমকেও রাখবেন বলে জানান মিজানুর রহমান আরিয়ান৷ আরো চমকপ্রদ তথ্য হলো, বড় ছেলে নাটকে কান্নার রোল তোলার জন্য মাহজাবিনের পরিবর্তেই মেয়র জাহাঙ্গীরকে ভাবছেন এই প্রথিতযশা পরিচালক।

এই কান্না দেখেই বিগলিত হয়ে পড়েন বড় ছেলে নাটকের ডিরেক্টর

নিজের একটি ফেক আইডি থেকে পরিচালক বলেন, 'এমন হৃদয়স্পর্শী কান্না অনেকদিন দেখি না৷ উনি আসলেন, কাঁদলেন, আশেপাশের সবাইকে কাঁদালেন। হয়তো বিশ্বাস করবেন না, আমি নিজেও উনার কান্না দেখে ২ দিন ধরে কাঁদতেছি। আমার নাটকের চরিত্রের জন্য উনিই ফাইনাল।'   

বড়ছেলে নাটকের এই সিক্যুয়েলটি একটি রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে তৈরি হবে৷ পুরো গল্পটি মেয়র জাহাঙ্গীরের কান্নাকে ঘিরেই আবৃত হবে৷ নানান রাজনৈতিক টানাপোড়নে কীভাবে বড় ছেলে অপূর্ব আবারো প্রেমিকাকে বিয়ে করা থেকে বঞ্চিত হবে, সমান্তরালে থাকবে সেটাও। আর প্রতিটি দৃশ্যের ফাঁকে ফাঁকে থাকবে মেয়র সাহেবের এই হৃদয়স্পর্শী কান্না৷ কান্নার দৃশ্য আরো বিশ্বাসযোগ্য করতে মেয়র জাহাঙ্গীরের ফুটেজটিই ব্যবহার করবেন বলে জানান পরিচালক।  

এই নাটককে টিস্যু ড্রামার ইতিহাসে অন্যতম সেরা নির্মাণ বলে আখ্যা দিচ্ছেন পরিচালক। মেয়র জাহাঙ্গীরের কান্নার প্রশংসা করে তিনি বলেন, 'আমি ইতোমধ্যে একটা টিস্যু কম্পানির সাথে ডিল করে ফেলেছি। ওরাই আমাদের চোখের জল টিস্যু সরবরাহ করবে৷ এই নাটকের দর্শকদেরও তারাও টিস্যু দিবেন৷ কথা দিচ্ছি, দেশে টিস্যুর টানা ফালায়া দিবো।'

৬৯৭ পঠিত ... ১৭:৫৮, নভেম্বর ২১, ২০২১

Top