‘এ প্লাস পাওয়ার উদযাপনের ছবি তুলবো না’ — পরীক্ষার্থীদেরকে যমুনা টিভির রিপোর্টারের হুংকার

৩০৮ পঠিত ... ১৯:০১, নভেম্বর ১৬, ২০২১

Jamuna-tv-reporter-er-hunkar

গত পরশু এক এসএসসি পরীক্ষার্থীর কাছে অনুভূতি জানতে চেয়েছেন যমুনা টেলিভিশনের এক সাংবাদিক। পরীক্ষা নিয়ে হতাশ এই পরীক্ষার্থী কান্না করছিলেন৷ বিষয়টি নিয়ে তৎক্ষনাৎ অন্যএক শিক্ষার্থীর সমালোচনার মুখে পড়েন তারা৷ ইন্টারনেটে ফুটেজটি ছড়িয়ে পড়ার পর এমন গর্হিত কাজের জন্য সমালোচিতও হন তারা৷  

এমন সমালোচনায় বেশ রাগ করেছেন যমুনা টিভিতে কাজ না করা অনেক ভবিষ্যত সাংবাদিক৷ ক্ষুব্ধ এই সাংবাদিক নিজের ফেক আইডি থেকে বলেন, 'অনুভূতি বলো নাই তো! অপমান করছো! জিপিএ ফাইভ পাইয়া কইরো উল্লাস। আমরাই তো থাকবো! একটারও ছবি তুলবো না৷ দেখাবো ছবি তুলতেছি৷ আসলে সেলফি তুলবো। মু হা হা হা হা।'

নিজের করা জিপিএ ফাইভ উল্লাসের একাধিক রিপোর্ট দেখান এক সাংবাদিক। ৮, ১০টা অ্যাঙ্গেল থেকে নানা কসরতে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস ক্যামেরা বন্দি করতে নিজেদের ত্যাগ, তিতিক্ষা আর অমানসিক পরিশ্রমের কথা জানান তিনি।  এক পর্যায়ে আবেগে কাঁদতে কাঁদতে তিনি বলেন, 'ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না! কী হতো জাস্ট অনুভূতিটা বলে দিলে!'  

যমুনা টিভির সাংবাদিকদের প্রতি বৈষম্য করা হয়েছে বলেও মত দেন এক সাংবাদিক৷ অনুভূতি জানতে না পেরে প্রচণ্ড আহত এই সাংবাদিক বলেন, 'মুন্নী সাহা অনুভূতি জানতে চাইলে দোষ নাই। তাহসান অনুভূতির অভিধান লেখলে লাইন ধরে কিনবেন৷ শুধু আমাদের বেলায় দোষ! কেন এত বৈষম্য! আমাদের যমুনার জল দেখতে কালো বলে?'

৩০৮ পঠিত ... ১৯:০১, নভেম্বর ১৬, ২০২১

Top