নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথাবার্তা শুনতে শুনতে IELTS এ ৮ পেলেন লিফটম্যান

২৮৫২৯ পঠিত ... ১৬:১৯, নভেম্বর ১৫, ২০২১

nsu-liftman-ielts

শেখার কোনো স্থাল, কাল ও পাত্র নেই-- এ কথাটি আমাদের আবারও মনে করিয়ে দিলেন আব্দুল মফিজ (৩৯) নামের এক লিফটম্যান। এই লিফটম্যান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুখে ইংরেজি শুনতে শুনতে এবছর IELTS এ ৮ স্কোর করেছেন।

আব্দুল মফিজ বিগত ১৪ বছর যাবত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লিফটম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও এখানে লিফটে দাঁড়াতে দাঁড়াতে তিনি আজ একজন সফল ব্যক্তি। খুব শীঘ্রই ইউটিউবে মোটিভেশনাল স্পিকার হিসেবে হাজির হবেন বলে গোপন সূত্র মারফত জানা গেছে৷

এ ব্যপারে আব্দুল মফিজ বলেন, 'প্রথম প্রথম কথা বুঝতে খুব সমস্যা হইতো। এখানকার মামারা খুব স্মার্ট, বাংলা তো বলতে পারেই না, আবার বুঝেও না। শুরুর দিকে এক মামা আইসা বললো, ইয়ো আঙ্কল, ঠার্ন অন দ্য লিফট প্লীজ.. আমি তো ব্যক্কল হয়ে গেছি। আস্তে আস্তে স্লো লার্নিং এর মাধ্যমে ভোকাবুলারি আয়ত্ত করেছি। প্রথম ধাপে ‘ইয়ো, বেইব, কামঅন, অহ মাই গড, বিচেস, ফা*মি, ’ ইত্যাদি সহজ শব্দগুলো শিখেছি। এরপরের ধাপে অনুধাবন ও তুলনামূলকভাবে কঠিন শব্দগুলো আয়ত্ত করেছি। একসময় আমি টের পাই আমি ইংরেজিতে সম্পূর্ণ বাক্যই বলতে পারছি। মামাদের সাথে এখন আমি ইংরেজিতেই কথা বলি...'

জানা গেছে, আব্দুল মফিজের এই কৃতিত্ব নিয়ে মেন্টরস, সাইফুর্স ও আরও বিভিন্ন কোচিং সেন্টারের ভেতর মারামারি লেগেছে। তারা সকলেই আব্দুল মফিজকে নিজেদের ছাত্র হিসেবে দাবি করে মিষ্টি মুখের আহবান করেছেন। তবে লিফটম্যান মফিজ শুধু অধ্যবসায়ই নয়, আনুগত্যেরও এক জ্বলজ্যান্ত প্রতীক। তিনি স্রেফ জানিয়ে দিয়েছেন, 'আমার রেজাল্টের কৃতিত্ব শুধুমাত্র নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, তারা যদি এত ইংরেজি না বলতো কখনোই আমার এই ভাষা শেখা, এবং IELTS এ ৮ পাওয়া হতো না। ধন্যবাদ দিতে চাই নর্থ সাউথ কে। এই বিশ্ববিদ্যালয় আমার অহংকার....'

২৮৫২৯ পঠিত ... ১৬:১৯, নভেম্বর ১৫, ২০২১

Top