সামনের বিশ্বকাপ ফাইনালে কাকে পাঠাবে তা নিয়ে এখনই ভাবছে না বিসিবি  

৩৬৭ পঠিত ... ১৬:৪৯, নভেম্বর ১৩, ২০২১

252741775_573371547285078_3342402466048013075_n

বিসিবি এখন বিশ্বকাপ ফাইনালের আনঅফিশিয়াল সিলেক্টর। কিছুদিন আগে বাংলাদেশের কাছে সিরিজ হারা দুদল টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের ফাইনালে যাওয়ায় বিসিবির খ্যাতি ছড়িয়ে গেছে চারদিকে। এমতাবস্থায় সামনের বিশ্বকাপের ফাইনালে কোন দু-দলকে পাঠাবে তা নিয়ে বিসিবির ভাবনার অপেক্ষায় সারাবিশ্ব। তবে এসব নিয়ে এখনই ভাবছেন না বলে জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন৷

একটি ফেক আইডি থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা জানান এই ক্রিকেট ব্যক্তিত্ব। গুরুত্বপূর্ণ দায়িত্বে কোন ধরনের তাড়াহুড়ো চান না তিনি৷ পাপন সাহেব বলেন, 'এখনই আমরা এ নিয়ে ভাবছি না৷ পরিকল্পনা আছে, রোডম্যাপ করছি! এরপর ধীরে ধীরে সেরা সিদ্ধান্তটাই আমরা নিতে চাই৷ বিশ্বকাপ ফাইনালের মত এত বড় আসরে তো আর যাকে তাকে পাঠানো যায় না৷ অনেক যাচাই বাছাই করে সেরা ক্যান্ডিডেটকেই আমরা পাঠাতে চাই। এ বিষয়ে এক বলও ছাড় নয়।'  

বাংলাদেশি ক্রিকেটারদের বিশ্রামের বিষয়টির গুরুত্বের সাথে দেখছেন তিনি। পাপন বলেন, 'ওরা এইবারের দুজন ফাইনালিস্ট ঠিক করলো, বিশ্বকাপ খেললো, নানামুখি থিওরি আবিষ্কার করলো৷ ছেলেরা বেশ ক্লান্ত৷ এতবড় গুরুদায়িত্বের আগে ওদের একটু বিশ্রামের দরকার আছে। এরপর আমরা সামনে আগাবো। এছাড়া মিরপুর পিচেরও বিশ্রামের দরকার আছে।'

আইসিসি থেকে বেশ চাপ আছে যদিও। বিসিবি কী ভাবছে জানতে চায় তারাও। আইসিসির এক কর্মকর্তা বলেন, 'আমাদেরও অনেক প্রস্তুতির দরকার আছে। সামনে দ্রুতই আরেকটা বিশ্বকাপ আসতেছে। কে আগে মিরপুর খেলতে যাবে তা না জানলে আমরা ক্যালেন্ডার ঠিক করতে পারছি না। বিসিবির সিদ্ধান্তের আশায় বসে থাকতে হচ্ছে। পাপন ভাইকে আমরা অনুরোধ করেছি। কিন্তু উনি তো কিছু বলছেন না। জোর করে পাপন ভাইকে কিছু বলতেও পারি না, বেশ চাপে আছি।'

৩৬৭ পঠিত ... ১৬:৪৯, নভেম্বর ১৩, ২০২১

Top