আজকের ম্যাচ জিতলে আফগানিস্তানের সব খেলোয়াড়কে মুম্বাইতে বাড়ি করে দেবে বিসিসিআই

৪০২ পঠিত ... ১৩:২৫, নভেম্বর ০৭, ২০২১

Afganistan-aj-jitle-thumb

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচটির দিকে চোখ থাকবে ভারতসহ পুরো ক্রিকেট বিশ্বের। কেননা, এই ম্যাচটার উপরই ঝুলে আছে ভারতের সেমিফাইনালের রেসে টিকে থাকার স্বপ্ন। সেজন্য আজকে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে আফগানদের।  

এই ম্যাচের গুরুত্ব বিবেচনায় দারুণ এক সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। একটি সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে জানা যায়, আজকের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে আফগানিস্তান দলের সবাইকে মুম্বাইতে একটি করে বাড়ি দেবেন তারা৷  

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা গোপনে eআরকিকে বলেন, 'ওরা তো আমাদের ভাই৷ ওদেরকে দেবো না তো কাকে দেবো? রশিদ, নবী তো এখানেই থাকে। ওদের জন্য ভালো হবে৷ আপনারা ভাববেন না, সেমিফাইনালে খেলার জন্যই আমরা এমন করছি, এটা আসলে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা।'

আফগানিস্তানের খেলোয়াড়দের অভয় দিয়ে বিসিসিআই-এর কর্মকর্তা বলেন, 'টেনশন করবেন না, ভাববেন আপনাদের পাশে ভিরাট আছে, রোহিত আছে, হার্দিক আছে৷ একটা প্রফেশনাল জ্বিনের সাথে আমাদের আলোচনা হয়েছে তারা খেলার সময় ভিরাট, রোহিত হয়ে আপনাদের কাঁধে ভর করবে।'

যদিও এমন খবর বিশ্বাস করতে পারছেন না আফগান খেলোয়াড়রা। তবে তাদেএ বিশ্বাস পাকাপোক্ত করার জন্য বিসিসিআই থেকে বিসিবির কসম খাওয়া হয়৷ কসম খেয়ে এক বিসিসিআই কর্মকর্তা বলেন, 'বিসিবির কসম, ওদের মত আমরাও তোমাদের হতাশ করবো না।'

৪০২ পঠিত ... ১৩:২৫, নভেম্বর ০৭, ২০২১

Top