হ্যালোর পর কনভারসেশন চালিয়ে যাবার কোর্স নিয়ে এলো টেন মিনিটস স্কুল

৬৪৬ পঠিত ... ১৬:২৫, নভেম্বর ০৬, ২০২১

Hellor-por-conversation

গণিত, ইংরেজি, বিজ্ঞানের পর এবার ভিন্নধর্মী কোর্স নিয়ে এলো বাংলাদেশের টেন মিনিটস স্কুল। মেসেঞ্জারে হ্যালো বলার পর কীভাবে কথা আরো সামনের দিকে আগানো যায়, সেটাই থাকবে এই কোর্সের বিষয়। একটা সম্পূর্ণ ভূয়া সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি। জানা গেছে, ভক্ত শুভানুধ্যায়ীদের অনুরোধেই এমন ভিন্নধর্মী কার্যক্রম শুরু করছেন তারা।

সপ্তম শ্রেণীর ছাত্র মাহাদী (১৩) জানান, 'আমার ৫টা ক্রাশ জাস্ট হাই হ্যালো করতে করতে ছুটে গেছে। হ্যালোর পরে কী বলবো আর খুঁজে পাই না। অনেক চেষ্টা করছি টপিক বের করার৷ টেন মিনিটস স্কুলকে অসংখ্য ধন্যবাদ এমন যুগোপযোগী সিদ্ধান্ত নেবার জন্য। ক্লাস ফাইভের একটা মেয়ের সাথে হাই হ্যালো চলতেছে৷ আশা করি রিলেশনটা হয়ে যাবে...'

শুধু মাহাদীর মতো টিন এজার নন,  টেন মিনিটস স্কুলের এমন কোর্সকে সাধুবাদ জানিয়েছেন প্রায় সব বয়সের ফেসবুকাররাই। ইকবাল (৪৪) নামক এক ব্যাংকার বলেন, 'এই কোর্সের জন্য আমার বয়স বেশি হলেও এনরোল করেছি। আমার দুই বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে কথা না বলার জন্য। কথা বলার কোনো টপিক পাইনা। এটা কি কোনো রোগ? আমার জানা নেই। আশা করি এই কোর্স থেকে আমি অনলাইন এবং অফলাইন —দু'জায়গায়ই কথা বলা শিখতে পারবো...'

এই কোর্সকে ভাগ করা হয়েছে মূলত দুই ভাগে। ফিও দুই রকম। মেয়েদের জন্য কোর্স ফি পড়বে ৪৫০০ টাকা আর ছেলেদের জন্য ৮৫০০।

৬৪৬ পঠিত ... ১৬:২৫, নভেম্বর ০৬, ২০২১

Top