পরমাণুভূতি নিয়ে মামলা করার জন্য বাংলাদেশি আইনজীবীদের কাছে আর্জি জানালো বিশ্ব পরমাণু সংস্থা

২৬০ পঠিত ... ১৯:১৮, নভেম্বর ০৩, ২০২১

poromanubhuti-

মামলা খাওয়ার অধিকার হলো প্রতিটি জীব এবং জড় বস্তুর জন্মগত ও রাজনৈতিক অধিকার। তবে সম্প্রতি এ নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছে বিশ্ব পরমাণু সংস্থার বাংলাদেশ ব্রাঞ্চ। দিনের পর দিন অনুদের ভূতি নিয়ে মামলা দায়ের করলেও কখনো পরমাণুদের ভুতি নিয়ে কেউ মামলা না করায় এমন অভিযোগ তোলেন বিশ্ব পরমাণু সংস্থার কর্তাব্যক্তিরা।

ধর্মীয় ও রাজনৈতিক অনুভূতির মামলার জন্য বিখ্যাত এক আইনজীবী অ্যাসোসিয়েশনের দিকে অভিযোগের তীর স্থাপন করে পরমাণু সংস্থার জ্যেষ্ঠ নেতা হিলিয়াম বলেন, 'জন্মের পর থেকেই দেখতেছি বারবার অনুরা অনেক মজা করে ‘অনু'ভূতির মামলা খায়। আমাদের কি ইচ্ছে করে না একটু মামলার স্বাদ চেখে দেখতে! অথচ দেখেন, আমরা না থাকলে অনু গঠন হতো কীভাবে? আমাদেরকে বাদ দিয়ে শুধু অনুদের সামনে মামলার থাকা এগিয়ে দেয়া এবং ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া একই কথা...এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই..'

এদিকে বিশ্ব পরমাণুর সংস্থার এক বিশেষ সভায় গত মঙ্গলবার বক্তব্য রাখেন সংস্থাটির প্রবীন সদস্য হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু। তারা বলেন, 'প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জেগে উঠতে হবে। এই সময় আমাদের জন্য অতি দুর্যোগপূর্ণ, ঘোর কলিকাল। অনুরা আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে, মানুষের কাছে প্রায়োরিটি পাচ্ছে। আমরা নিরীহ হতে পারি, অক্ষম নই। আমাদের কি মামলা টেস্ট করতে ইচ্ছে হয়না? এত ধরনের অনুভূতি, ধর্মানুভূতি, প্রেমানুভূতি, শিশ্নানুভূতি—অথচ কোনো পরমাণুভূতি নেই...এ কি আপনারা মানতে পারবেন?'

এ সময়ে বাংলাদেশি আইনজীবীদের উদ্দেশ্য করে এক পরমাণু বলেন, 'আমাদের ইউটিউব চ্যানেল লিংক, বই খাতা কী লাগবে কন! দিতেছি৷ কাল সকালে ঘুম থেকে উঠে খুঁটায়ে খুঁটায়ে দেখে হলেও একটা পরমাণুভূতির মামলা দেন ভাই৷ আপনারা একটু চেষ্টা করলেই পারবেন।'

২৬০ পঠিত ... ১৯:১৮, নভেম্বর ০৩, ২০২১

Top