জয়ের জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল

৪৫৯ পঠিত ... ১৩:০১, নভেম্বর ০৩, ২০২১

UP-ELECTION-bd-cricket-team

হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের সুপার টুয়েলভে টানা চার ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে অফিশিয়ালি বাদ পড়ছে দলটি৷ এমন হারের বৃত্ত থেকে বের হওয়ার জন্য নতুন পরিকল্পনা নিয়েছে বিসিবি৷ একটি ভূয়া সূত্র থেকে জানা যায়, জয়ের জন্য চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাঠে নামবে তারা।   

জয়ের জন্য এখানে শতভাগ আত্মবিশ্বাস রয়েছে দলের। দলের এক সিনিয়র খেলোয়াড় নিজের ভেরিফায়েড ফেক আইডি থেকে eআরকিকে বলেন, 'আমরা অনেক ঝুঁকি নিয়েছি৷ এবার ঝুঁকিমুক্ত থাকতে চাই। সেজন্যই এমন সিদ্ধান্ত। একমাত্র ইউনিয়ন পরিষদের খেলাতে মাঠে নামার আগেই শতভাগ জয় নিশ্চিত করা সম্ভব।'

টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের যাওয়ার আগে এমন সিদ্ধান্ত না নেওয়াকে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম ভুল বলে আখ্যায়িত করেন অন্য এক খেলোয়াড়৷ ফেক আইডি থেকে তিনি বলেন, 'ভুল আমরা আগেই করেছি। জার্সির কোথাও নৌকা প্রতীক রাখতে পারলে ভালোইতো৷ তখন আর কেউই আমাদের হারাতে পারতো না৷ এই ভুল আর করবো না৷ সামনের সব টুর্নামেন্টে বিষয়টি মাথায় থাকবে আমাদের৷'

 আরব-আমিরাতের মাঠের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন তারা৷ একজন বলেন, 'ওইখানে তো লেভেল প্লেয়িং ফিল্ডই নাই! সেরা সেরা বোলার-ব্যাটার সব অন্যদলে৷ আমাদের দলে কিছুই নেই তেমন! আইসিসিও সুষম বণ্টন করতে পারে নাই৷ নৌকা প্রতীক নিলে এত চিন্তা নাই। লেভেল প্লেয়িং ফিল্ড, সুষম বণ্টন মিলিয়ে আমরাই জিতবো।'  

এমন সিদ্ধান্তে বেশ খুশি হয়েছে ক্রিকেটের অন্যতম সিনিয়র কর্মকর্তা আপন৷ পরামর্শ দিয়ে ক্রিকেটারদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'উদাহরণ তো আছে। আমি আছি, ক্যাপ্টেন আছে৷ পরামর্শ দিবো৷ এত চিন্তার কিছু নেই।'

শেষ ম্যাচ খেলে দেশে ফেরার আগে বাকি ১১ দলকে চ্যালেঞ্জ জানিয়ে আসবেন বলেও জানা যায়৷ দলের এক জুনিয়র খেলোয়াড় বলেন, 'পারলে আসুক আমাদের এখানে! দেখিয়ে দিবো কত রানে কত ভোট।'

৪৫৯ পঠিত ... ১৩:০১, নভেম্বর ০৩, ২০২১

Top