আবারও বাংলাদেশের বিপদে সাহায্যের হাত বাড়ালো ভারত

৩৬০ পঠিত ... ১৪:৩৩, নভেম্বর ০১, ২০২১

Bangladesher-bipode-varot

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের কথা কে না জানে! যখনই বাংলাদেশ কোন বিপদে পড়ে পাশে এসে দাঁড়ায় তারা৷ ব্যতিক্রম নয় খেলাতেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পারফরম্যান্সের পর নিজেদের স্বার্থকে একপাশে রেখে বাজে পারফরম্যান্সে প্রদর্শনী করে আবারো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে দেশটি।

ভারতের এমন বন্ধুত্বের হাত বাড়ানোর ফলাফলও হাতেনাতে পেয়েছে বাংলাদেশ৷ ফেসবুক ভিত্তিক একটি গবেষণা সংস্থা জানায়, নিউজিল্যান্ডের সাথে ভারতের হারের পর ফেসবুকে বাংলাদেশকে নিয়ে সমালোচনা কমে গেছে প্রায় ৯০ শতাংশ৷ প্রভাব পড়েছে বাংলাদেশি ক্রিকেটার ও সাধারণ দর্শকদের মানসিক অবস্থার ওপরও৷ একটি গবেষণা থেকে জানা যায়, বাংলাদেশের হারে মুষড়ে পড়া, বিষণ্ণতায় আটকে যাওয়া বাঙ্গালী ভারতের হারের পরই বেশ উৎফুল্ল হয়ে উঠে। আনন্দের সূচকে টপ করে বাংলাদেশ টপে চলে আসে।

এমন উপকার স্বীকার করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতের ক্রিকেটারদের ধন্যবাদ দিয়ে বাংলাদেশি এক ক্রিকেটার বলেন, 'আপনারা হারলে বেঁচে যাই আমরা। আয়না কাণ্ড আর পেইন কিলার থিওরির পর বেশ চাপে ছিলাম৷ কালকে থেকে হালকা অনুভব করছি। রাতে ভালো ঘুম হয়েছে৷ আজকে রাতেও ভালো ঘুমাতে পারবো। ধন্যবাদ বন্ধু।'

বাংলাদেশের এমন বক্তব্যে বেশ লজ্জা পেয়েছে ভারতীয় ক্রিকেটাররা৷ গুণগুণ করে 'মোস্তফা মোস্তফা ডোন্ট ওরি মোস্তফা আমি তোর বন্ধু মোস্তফা' গানটি গাইতে গাইতে ভিরাট কোহলি বলেন, 'আপনারাও আমাদের জন্য কম করেননি৷ রাজনীতি বলেন কিংবা ক্রিকেট-দুটোতেই আপনাদের কাছ থেকে আইডিয়া নিয়েছি৷ এই যে হারের পর বুমরাহকে প্রেস কনফারেন্সে পাঠালাম! আইডিয়া তো আপনাদের থেকে নেয়া৷ আনুশকাকে বলেছি শিশির আপার সাথে যোগাযোগ করে একটা ফেসবুক স্ট্যাটাসের আইডিয়া নিতে৷ ভাইয়ের বিপদেই তো ভাই!'

৩৬০ পঠিত ... ১৪:৩৩, নভেম্বর ০১, ২০২১

Top