আজ বিশ্ব মিতব্যয়ী দিবস, বাজেট বাঁচাতে দিবসটি পালন করছে না কলকাতাবাসী

৩১৫ পঠিত ... ১৫:৩৬, অক্টোবর ৩১, ২০২১

Kolkata-mitobayee

আজ বিশ্ব মিতব্যয়ী দিবস। প্রয়োজনের বেশি নয়, কম হলে ভালো হয়, এমন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করার কথা থাকলেও বাজেট বাঁচাতে দিবসটি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতাবাসী৷

শুরুর দিকে মহা ধুমধাম করে দিবসটি পালনের পরিকল্পনা ছিলো তাদের৷ তবে মিতব্যয়ী শব্দটির সাথে ধুমধাম যায় না বলে এ সিদ্ধান্ত থেকে সরে আসেন৷ এমন সিদ্ধান্তের বিষয়ে কলকাতার মিতব্যয়ী সমিতির এক জ্যেষ্ঠ নেতা বলেন, 'মানুষজন অনেক চালাক দাদা! ছাতার মাথা মিতব্যয়ী দিবস এনে আমাদের ঘোল খাওয়ে কিছু টাকা খরচ করাতে চাইছে৷ বুঝলেন দাদা, আমরাও অতো বুদ্ধু নই৷ চালাকিটা ধরতে পেরে এইসব ছাতার মাথা দিবস পালন বন্ধ দিয়েছি।'   

যদিও কলকাতার একাংশ একটু অন্যভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে৷ একটা সূত্র থেকে জানা যায়, মিতব্যয়ী দিবস উপলক্ষ্যে স্বাভাবিকের চেয়ে একটু বেশি পরিমাণ মিতব্যয়ী হবেন তারা৷ কর্মসূচি সম্পর্কে একজন বলেন, 'আজ আমরা অর্ধেক মিষ্টি কেনা যায় কিনা দেখবো! এক টুকরো মাছের কোয়ার্টার অংশ কিনবো। বাসায় কেউ বেড়াতে আসলে বলবো, 'দাদা খেয়ে এসছেন? নাকি আমাদেরকে বাসায় নিয়ে খাওয়াবেন?' মিতব্যয়ী দিবসকে সম্মান দেখানোর এরচেয়ে ভালো উপায় আর হয় না দাদা।'

কেউ কেউ দোকানে গিয়ে ১০০ গ্রাম মিতব্যয়ী দিবস খুঁজছেন বলেও খবর পাওয়া গেছে৷

এদিকে কলকাতায় পালন না হলেও ঢাকার বাড়িওয়ালা দিবসটি পালন করবেন বলে জানান। একটি সূত্র থেকে জানা যায়, মিতব্যয়ী দিবস উপলক্ষ্যে ঢাকার সব বাড়িওয়ালা আজকের জন্য পানির লাইন ও ইলেক্ট্রিক লাইন বন্ধ রাখবেন।

৩১৫ পঠিত ... ১৫:৩৬, অক্টোবর ৩১, ২০২১

Top