সেমিফাইনাল খেলার জন্য রামানুজনকে নিয়োগ দিচ্ছে বিসিবি

৩৬৯ পঠিত ... ১৫:৩৩, অক্টোবর ৩১, ২০২১

ramanujan-bcb

টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের মূলপর্বের ৩ ম্যাচ হেরে বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা প্রায় শেষ৷ যদিও বাছাই পর্ব থেকেই এই আশা ছেড়ে দিয়েছিলেন সমর্থকরা৷ তবুও আশা ছাড়তে নারাজ বিসিবি। যেকোন মূল্যে সেমিফাইনালে খেলতে চান তারা৷ সেটা হোক ক্রিকেট খেলে বা অংক কষে৷ সেই লক্ষ্যেই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গণিতবিদ রামানুজনকে নিয়োগ দিচ্ছে বলে বিসিবির একটি ভূয়া সূত্র থেকে জানা যায়৷

এভ্রিথিং পসিবল ইন ম্যাথমেটিক্স। এটাই গণিতের সৌন্দর্য। এই মূলনীতিকে মেনে নিয়েই আগাতে চায় বিসিবি। বিসিবির আশা, ৫ টি ম্যাচ হারলেও কোন না কোন ভাবে গণিত সেমিফাইনাল খেলার একটা পথ বের করবেই৷

এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজের একটি ফেক আইডি থেকে বলেন, 'গণিত ছাড়া তো উপায় নেই! খেলোয়াড়দেরকে অনেকভাবেই সুযোগ দেওয়া হয়েছে, কোন ফল তো পেলাম না! সুযোগ-সুবিধাও তো কম দিচ্ছি না! কিছুদিন আগে বেতন-ভাতা বাড়ালাম! কই কোন উন্নতি তো হলো না! ওরা কী খেলে ওরা নিজেরাই জানে না৷ এরচেয়ে রামানুজন ভালো খেলবে৷ খাতা-কলম কেনা হয়েছে, টেবিলও ফিট।'

রামানুজনকে সঠিক নির্দেশনাও দিয়েছেন বলে জানান পাপন৷ ফেক আইডিটি থেকে তিনি বলেন, 'আমি বলে দিয়েছি, কোন কোন সূত্র কী কী ভাবে অ্যাপ্লাই করতে হবে। রামানুজনও বুঝে নিয়েছে৷ এবার শুধু দেখেন কী করি! সেমিফাইনাল খেলা থেকে আমাদের কেউ আটকাতে পারবে না।'

রামানুজনকে দিয়ে কাজ না হলে আরো বড় পরিকল্পনা আছে বলে জানান পাপন। তিনি বলেন, 'একজনরে দিয়া না হলে ১১ জন নিবো। প্রয়োজনে রামানুজন, আর্যভট্ট, আইনস্টাইন সবাইকে মাঠে নামায়া দিবো।'

৩৬৯ পঠিত ... ১৫:৩৩, অক্টোবর ৩১, ২০২১

Top