শীতের আগমনী বার্তা, বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল!

২৯৭ পঠিত ... ১৭:১৩, অক্টোবর ২৬, ২০২১

Sheet-er-agomoni-barta

২০১৩ সালে উদ্বোধন হওয়া চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারে ফাটল দেখা দিয়েছে৷ আমাদের eআরকি প্রতিনিধি সরেজমিনে গিয়ে এর সত্যতা যাচাই করেছেন। কার্তিক মাসের ঠিক শুরুর দিকে এই ধরণের ফাটলকে শীতের আগমনী বার্তা হিসেবেই দেখছেন অনেকে।

শীত আসবে নাকি আসবে না এমন দোলাচলে বহদ্দারহাট ফ্লাইওভারের পিলারের এই ফাটল জনমনে আনন্দের বন্যার পাশাপাশি শীতের প্রস্তুতি বন্যাও শুরু হয়েছে৷ আজ সকালে খবরটি ছড়িয়ে পড়লে চট্টগ্রামসহ সারাদেশের মানুষ আলমারি থেকে লেপ-কম্বল বের করার পাশাপাশি লোশন কেনার জন্যও রওনা দিয়েছেন মার্কেটের দিকে৷

বিষয়টি নজর এড়ায়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষেরও৷ এমন খুশির খবরে আলমারি থেকে জ্যাকেট বের করতে করতে এক কর্মকর্তা নিজের ফেক আইডি থেকে বলেন, 'ঠোঁট ফাটছে না দেখে খুব ভয়ে ছিলাম, এবার কি শীত আসবে না? শীতের সবজি কি খেতে পারবো না! ফ্লাইওভারের ফাটল ভয়টা দূর করেছে৷ জ্যাকেট গায়ে দিয়ে সবজি কিনতে বাজারে যাচ্ছি এখন৷'   

ফ্লাইওভারের ফাটল ঠিক করার বিষয়েও ভাবনা রয়েছে নগর উন্নয়ন কর্তৃপক্ষের। শীতের আগমনী বার্তা দেয়ায় ফ্লাইওভারের প্রতি যারপরনাই খুশি তারা৷ ফ্লাইওভারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক কর্মকর্তা নিজের ফেক আইডি থেকে বলেন, 'আমরা বিকেলে সেতু পর্যবেক্ষণে যাচ্ছি সবাই। সাথে করে ভ্যাজলিনও নিয়ে যাচ্ছি। আদর করে সেতুর ফাটা ঠোঁটে ভ্যাজলিন লাগিয়ে দিবো।'

এদিকে এমন খবরে মুচকি হাসি দিয়ে এক কর্মকর্তা বলেন, 'কপাল ভালো সেতু কার্তিক মাসে ফাটছে। নইলে তো আপনারা বলতেন, নির্মান কাজে দুর্নীতি হয়েছে দেখেই সেতুর পিলার ফেটে গেছে।'

২৯৭ পঠিত ... ১৭:১৩, অক্টোবর ২৬, ২০২১

Top