ব্রেকিং নিউজ: ফেসবুক থেকে হারিয়ে গেছে ওবায়দুল কাদেরের ছবি, ভক্তদের হাহাকার

১০২৮ পঠিত ... ১২:৩৫, অক্টোবর ২৪, ২০২১

oka-no-pic (1)

কোন ধরনের পূর্বাভাস ছাড়াই ফেসবুকে ঘটে গেল এক মহাজাগতিক ঘটনা। ফেসবুক থেকে এক ঝলকেই হারিয়ে গেলো বাংলার সুদর্শন পুরুষ ওবায়দুল কাদেরের সকল ছবি। এক ভক্ত সকালে ঘুম থেকে উঠে অভ্যাসবসত জনাব কাদেরের ছবি দেখার জন্য ফেসবুক আইডিতে প্রবেশ করেন৷ প্রবেশ করেই তিনি জনাব কাদেরের কোন ছবি না পেয়ে বেহুঁশ হয়ে পড়েন৷ হুঁশ ফিরলে বিস্তারিত জানান তিনি।  

ঘটনার সত্যতা নিশ্চিত করতে ওবায়দুল কাদেরের ফেসবুক আইডিতে প্রবেশ করি আমরা৷ সেখানে গিয়ে দেখা যায়, আসলেই জনাব কাদেরের কোন ছবি সেখানে নেই। এক বুক বেদনা নিয়ে শুধু ছবির ক্যাপশনগুলো একপাশে পড়ে আছে।

এমন ঘটনায় জনাব কাদেরের ভক্তদের মাঝে হাহাকার ছড়িয়ে পড়েছে। জনাব কাদেরের প্রায় ১৮ লাখ ভক্ত এক নিমিষেই যেন জীবনের আশা, আকাঙখা, বেঁচে থাকার সম্বল সব কিছু হারিয়ে ফেলেছে।

হাউমাউ করে কাঁদতে কাঁদতে এক ভক্ত বলেন, 'সকাল বেলা দিন শুরু করতাম স্যারের ছবি দেখে। যেদিন স্যার ছবি দিতো না সেদিন আগের দিনের ছবি দেখলাম! এখন আমাদের কী হবে! আমরা দিনই বা শুরু করবো কীভাবে! কীভাবে বেঁচে থাকবো! আমাদের যে আর কিছুই রইলো না!'  

এই ঘটনার জন্য ফেসবুককে দোষারোপ করছেন অনেকে। অতি দ্রুত ছবি ফেরত না দিলে ডিজিটাল নিরাপত্তা আইনে ফেসবুকের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন। মার্ক জাকারবার্গকে দায়ী করে এক ভক্ত বলেন, 'নিশ্চয়ই এটা ওই মার্ক হালার কাজ! স্যারের ছবি লাখ লাখ লাইক কমেন্ট দেখে ও সহ্য করতে পারে নাই! হিংসুক একটা! আগেই কইছিলাম, এই সাদা চামড়ার হিংসুকটা বিএনপির রক্ত!'  

এদিকে এমন ঘটনাকে এক ঐতিহাসিক বিপর্যয় বলে মত দিয়েছেন ইতিহাসবিদরা। এমনই একজন বলেন, 'একবিংশ শতাব্দির অন্যতম ঘটনাবহুল বিপর্যয় এটা। পৃথিবীর মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি এটা৷ স্যারের প্রতিটি ছবিতে যে জীবনদর্শন, প্রতিটি ক্যাপশনে যে শিক্ষা, এমন ঘটনার পর সেসব শিক্ষা ও দর্শন থেকে বঞ্চিত হবে পৃথিবীবাসী। যা কোনভাবেই কাম্য নয়।'

১০২৮ পঠিত ... ১২:৩৫, অক্টোবর ২৪, ২০২১

Top