বাংলাদেশি সিনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর জন্য লোক নিয়োগ দেবে বিসিবি

১৯৭ পঠিত ... ১৪:২৯, অক্টোবর ২১, ২০২১

senior-crick-pashe-lok

বাংলাদেশি সিনিয়র ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সে তাদের পাশে দাঁড়িয়েছে কোচিং স্টাফরা৷ এই পাশে দাঁড়ানোয় শিক্ষা পেয়ে সামনে হয়তো আরো ভালো ক্রিকেট উপহার দেবেন তাঁরা৷ সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে সেরা খেলাটা বের করে নিয়ে আসার লক্ষ্যেই বিসিবি নিয়েছে এক অনন্য উদ্যোগ৷ মিরপুর স্টেডিয়ামের আশেপাশে ঘুরঘুর করা এক শতভাগ অবিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, 'সিনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর জন্য স্পেশাল লোক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি৷ স্ট্যান্ডিং কমিটি নামক একটি কমিটি থেকে কাজ করবে তারা। খারাপ খেললেই স্ট্যান্ডিং কমিটি থেকে বিশেষায়িত লোকগুলো ক্রিকেটারদের পাশে রাত-দিন ২৪ ঘণ্টা দাঁড়িয়ে থাকবেন৷ দাঁড়িয়েই থাকবেন৷ যতক্ষণ না ফর্মে ফিরছেন ততক্ষণ ধরে শিফটিং ডিউটির আওতায় প্রয়োজনে লোক পরিবর্তন হবে, কিন্তু সিনিয়র ক্রিকেটারদের পাশ একদমই খালি থাকবে না।'  

এ বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি নিজের একটি ভ্যারিফায়েড ফেক আইডি থেকে বলেন, 'খারাপ খেললে পাশে দাঁড়াতে হবে৷ কিন্তু তারা যে হারে খারাপ খেলছে, কোচরা যদি পাশে দাঁড়িয়ে থাকে তাহলে তো তারা কোচিং করার টাইম পাবে না! সেই লক্ষ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি৷ ক্রিকেটের উন্নতির জন্য আমরা যে কোন কিছু করতে পারি।'

পাশে দাঁড়িয়ে থাকা লোক নিয়োগ ব্যাপারে একটি বিশেষ কমিটি করবে বলেও জানা যায় ভূয়া সূত্রটি থেকে৷ দেশ থেকে ৫ জন কোচ, ৫ জন বিদেশি বিশেষজ্ঞ নিয়ে গড়ে তোলা হবে এই কমিটি৷ বিদেশি বিশেষজ্ঞরা সব খেলোয়াড়দের সাথে কথা বলবেন, জেনে নেবেন কে কাকে পাশে চায়! এরপর খোঁজা হবে পাশে দাঁড়ানো লোক। সব দিক বিবেচনা করে, ক্রিকেটারদের মানসিকতা, খারাপ খেলার সম্ভাবনার সাথে মিলিয়ে শক্তি ও সামর্থ্যওয়ালা পাশে দাঁড়ানো লোক খুঁজে দেবেন বিদেশি বিশেষজ্ঞরা। তাদেরকেই নিয়োগ দেবে বিসিবি৷    

এ বিষয়ে নোয়াখালীর বেগমগঞ্জের এক ক্রিকেট ভক্ত করিম চাচার মতামত জানতে চাইলে তিনি বলেন, 'ক্রিকেট নিয়া এখন ভাবতেছি না রে বাপ! বড় পোলারে বিদেশ পাঠাইছি, ভাবছি ওয় ছোটগুলারে নিবো৷ এখন ওর লাইগাই আমার ট্যাকা পাঠানো লাগতেছে! মন দিল শান্তি নাই!'

১৯৭ পঠিত ... ১৪:২৯, অক্টোবর ২১, ২০২১

Top