সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহকে সাদা জার্সি পরে নামার অনুরোধ করলো সমর্থকরা

৩৭১ পঠিত ... ১৭:৫৪, অক্টোবর ১৯, ২০২১

shada-jersey

টি-টোয়েন্টির বাছাইপর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ওমানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছে দলটি। সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর দায়িত্বশীল টেস্ট মেজাজের ব্যাটিং এর উপর ভর করেই স্কটল্যান্ড পৌঁছে যায় জয়ের বন্দরে৷  

সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের এমন দায়িত্বশীলতা মুগ্ধ করেছে বাংলাদেশের সমর্থকদের। টেস্ট ক্রিকেটের প্রতি এমন ভালোবাসা তারা আগে কখনো দেখেনি৷ সেই লক্ষ্যে মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিবকে আজকের ম্যাচে সাদা জার্সি পরে মাঠে নামার জন্য অনুরোধ করেছে দর্শকরা।  

টেস্ট ক্রিকেটের সোনালী দিনের কথা মনে করে হালকা নস্টালজিক হয়ে কাঁদতে কাঁদতে এক সমর্থক বলেন, 'ভেবেছিলাম টি-টোয়েন্টির দৌরাত্মে ক্রিকেট থেকে টেস্টের সৌন্দর্য হারিয়ে যাবে৷ কিন্তু না, যতদিন বাংলাদেশ আছে ততদিন টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, মহত্ব কেউ কেড়ে নিতে পারবে না। টি-টোয়েন্টি খেলতে নেমেও এভাবেই টেস্ট ক্রিকেটকে ট্রিবিউট দিয়ে যাবেন তারা৷ আমরা মুগ্ধ। এখন শুধু সাদা জার্সি পরে মাঠে নামলেই ষোলকলা পূর্ণ।'    

সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা চেতেশ্বর পুজারা, রাহুল দ্রাবিড়, শিবনারায়ন চন্দরপল, ব্রাডম্যানদের মত টেস্ট গ্রেটদের স্মৃতি মনে করিয়ে দিচ্ছেন বলেও জানান এক সমর্থক। তিনি বলেন, 'আহা! সেইসব স্মৃতি। স্কটল্যান্ডের সাথে ম্যাচে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ মনে করিয়ে দিলো। ওটা টি-টোয়েন্টি মনে হয়নি৷ মনে হচ্ছে টেস্টের পঞ্চম দিনের খেলা, দাঁতে দাঁত চেপে ড্র করতেই হবে৷ এমন পরিস্থিতিতে ব্যাটিং করছেন দ্রাবিড় চন্দরপলরা। আহা!'  

বাংলাদেশ দলের এক লিজেন্ডারি সমর্থক সাকিব মুশফিকের এমন ব্যাটিংকে দেখছেন প্রতিবাদ হিসেবে৷ বাংলাদেশকে ক্রিকেট নিয়ে নানাবিধ সময়ে নানাবিধ মানুষের কটুক্তির কড়া জবাব দিচ্ছেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা-এমনটা দাবি করে তিনি বলেন, 'আগে কিছুদিন পর পরই অনেকে বাংলাদেশের টেস্ট ক্রিকেট কেড়ে নেওয়ার দাবি তুলতো৷ তার প্রতিবাদেই ওরা এখন টি-টোয়েন্টিতে টেস্ট খেলে।'

৩৭১ পঠিত ... ১৭:৫৪, অক্টোবর ১৯, ২০২১

Top