পূজার আনন্দঘন পরিবেশে মাতোয়ারা দৈনিক ইনকিলাব    

৭০৮ পঠিত ... ১৭:৪৪, অক্টোবর ১৬, ২০২১

Inqilab-2

কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনার পর সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ দেশের নানা জায়গায় পূজা মণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে৷ দশমীর দিনে আনন্দ উৎসবের পরিবর্তে সারাদেশ জুড়ে স্পষ্ট আতঙ্ক বিরাজ করছিলো। তবে দেশে এমন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করলেও বাংলাদেশী পত্রিকা দৈনিক ইনকিলাব ছিলো আনন্দে মাতোয়ারা৷ পত্রিকাটির একটি শিরোনাম থেকে আনন্দঘন কোন এক দূর্গাপূজার কথা শোনা যায়।  

সেই আনন্দঘন পরিবেশের খবর পেতে ইনকিলাবের এক ভূয়া কর্মকর্তার সাথে কথা বলি আমরা। তিনি কুমিল্লার নানুয়া দীঘির পাড় থেকে শুরু করে  চট্টগ্রাম, গাজীপুর, লক্ষ্মীপুর থেকে পাহাড়ের লামার আনন্দের কথা জানান৷   

মন্দির ভাঙা, আগুন দেয়া, প্রতিমা নষ্ট করা, বাড়িঘর লুন্ঠনের ঘটনাকে রিউমার ক্যাটাগরিতে ফেলে দৈনিক ইনকিলাব। ভূয়া কর্মকর্তাটি জানান, 'আমরা কোথাও ঝামেলা দেখিনি। দেখেছি শুধু আনন্দের জোয়ার। দুই একটা মণ্ডপে আনন্দঘন পরিবেশ অতি মাত্রায় হওয়ায় প্যান্ডেলের হাল্কা একটু কাপড় ছিঁড়ে গেছে শুধু।‘   

যদিও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের সময় একই পরিবারের ৩ সদস্য ধর্ষিত হওয়ার অভিযোগও পাওয়া গেছে৷ সেখানে একজনের বয়স ১০ বছর, সে শিশুটি মারা গেছে। দৈনিক ইনকিলাব তখন কারিগরি ত্রুটির কারণে নেটে ঢুকতে পারেনি বলে এই খবর মিস্টেক করেছে।

দুই পুরোহিতসহ ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটার গুজব উঠলে দৈনিক ইনকিলাব এক ফেক ফেসবুক অ্যাকাউন্টে জানায়, 'দশমী উপলক্ষে বিভিন্ন মণ্ডপে হিন্দু-মুসলিম সম্প্রীতি বাড়াতে লাঠি খেলার আয়োজন করা হয়েছিল,সেটাকে অনেকেই সংঘর্ষ বলে গুজব ছড়াচ্ছে। খেলার মধ্যে কেউ মরে টরে গেলে তার আবার কীসের খবর?'

এদিকে এমন সময় উপযোগী, বস্তুনিষ্ঠ ও শান্তিপূর্ণ সংবাদ প্রচারের জন্যে দৈনিক ইনকিলাবের জন্যে বিটিভি র পক্ষ থেকে ‘বাতাবী লেবু অ্যাওয়ার্ড‘ ইস্যু হয়ে গেসে। এখন শুধু কুরিয়ারে হাতে পাবার অপেক্ষা মাত্র।

৭০৮ পঠিত ... ১৭:৪৪, অক্টোবর ১৬, ২০২১

Top