মোবাইল ইন্টারনেট ইউজারদের সমাজচ্যুত করতে চান ব্রডব্যান্ড ইউজাররা

২৪৮ পঠিত ... ১৪:৫৮, অক্টোবর ১৬, ২০২১

Mobile-net-user

দীর্ঘ ২৪ ঘণ্টার কাছাকাছি সময় ইন্টারনেট সেবার বাইরে থাকায় মোবাইল ইন্টারনেট ইউজারদের সমাজচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে নিখিল বাংলা ওয়াইফাই সংঘ (নিবাওস)। জানা যায়, রাজধানীর গুলশানে অনুষ্ঠিত একটি ভূয়া সভায় নিবাওস এই সিদ্ধান্ত নেয়৷    

নিবাওস একটি ভূয়া বিবৃতিতে জানায়, 'টানা ২৪ ঘণ্টা ইন্টারনেট সেবার বাইরে ছিলো ওরা। ওরা তো আমাদের সাথে যায় না, আমরা ২০২১ সালের আধুনিক প্রজন্ম হলে ওরা ১০২১ সালের ক্ষ্যাত৷ রাস্তায় ওদেরকে দেখলে কষ্ট করে ঘাড় ফেরাতে হয়! ওদেরকে দেখলে যাত্রা শুভ হয় না। আমরা সবাই গুলশানে চলে আসলাম, ওরা উত্তরা বা শেখেরটেক চইলা যাক।'

নিবাওসের অন্য এক নেতা বলেন, 'তাদের সাথে আমাদের চৌধুরী সাহেব আর আনোয়ার হোসেন পর্যায়ের তফাৎ, ম্যামসাহেব আর ওমরসানি পর্যায়ের তফাৎ৷  জীবন তো সিনেমা না যে ওরা আমাদের সাথে থাকবে।'  

মোবাইল হাতে নিয়ে এই নেতা সবার উদ্দেশ্যে বলেন, 'মোবাইল হাতে নেন, গত ২৪ ঘণ্টায় যারা অনলাইন ছিলো না, স্ট্যাটাস দিতে পারে নাই সবগুলারে আনফ্রেন্ড করেন৷ ওরা ফ্রেন্ডলিস্টে থাকারও যোগ্য না৷'

এদিকে নিবাওসের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মোবাইল ইন্টারনেট সংঘ (বামোইস)। বামোইসের এক নেতা বলেন, 'ওরা খুব জাতে উঠছে এখন! রাউটার অন অফ করতে করতে একেকজনের হাতের মধ্যে ফোসকা পইড়া গেল যে কয়দিন হইতেছে! গত পরশুদিনই তো ওই ওয়াইফাইয়ের বাচ্চারা আমাদের কাছে আইসা হটস্পট চাইতেছিলো! সামনেও চাইবো! এখন একটু জাতে উঠতাছে।!'

মেজাজ অত্যধিক গরম করে অন্য এক নেতা বলেন, 'বৃষ্টি আসলে দেখা যাইবো তগো হেডম! আসিস তখন হটস্পট চাইতে!'

২৪৮ পঠিত ... ১৪:৫৮, অক্টোবর ১৬, ২০২১

Top