আইসিইউ তে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যায়ের বাংলা, স্বজনদের আহাজারি   

৫২৮ পঠিত ... ১৭:৫৩, অক্টোবর ১৪, ২০২১

DU-ICU-te

গুরুতর অসুস্থ অবস্থায় গত পরশু রাতে হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা৷ হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মাথায় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর হাতে আসে একটি রিপোর্ট৷ বিজ্ঞপ্তির মত এই রিপোর্টে দেখা যায়, ঢাবি বাংলা ভাষার শরীরের ২৩ টি জায়গায় গুরুতর অসুস্থতা দেখা দিয়েছে৷ পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়৷

ঢাবি বাংলা ভাষার এমন অসুস্থতার আহাজারি করে রাবি, জাবি, চবিসহ অন্যান্য স্বজনরা বলেন, 'রোগ-শোক নিয়াইতো এতদিন বাঁইচা আছিলো। কতদিন খোঁড়ায়া হাঁটছে৷ এবার বোধহয় আর বাঁচবে না। আমাগোরটারও শরীর কয়েকদিন ভালো যাচ্ছে না। বুড়া হয়ে গেছে তো! আর কত!'  

এতটুকু বলেই মুখে আঁচল দিয়ে ঢুকরে কেঁদে ওঠেন একজন৷ পাশ থেকে অন্য একজন বলেন, 'ঘরে গড়াগড়ি না খেলেই ভালো! এ ওর দিকে ধাক্কাবে! হুদাই লাঞ্চনা। দোয়া করি, এই যাত্রায় না ফিরুক।'

এদিকে স্বজনরা আহাজারি করলেও খুব একটা চিন্তিত নয় স্বয়ং ঢাবি৷ নিজের একটা ফেক আইডি থেকে ঢাবি বলেন, 'বুড়া মানুষের চইলা যাওনই ভালো। প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে ইংরেজিটাই আমাদের প্রাধান্য। বাংলা যেটুকু আছে ওইটুকুতেই চলবে।'

৫২৮ পঠিত ... ১৭:৫৩, অক্টোবর ১৪, ২০২১

Top