মেইলের সিসিতে সিনিয়রিটি মেইনটেইন না করায় চাকরি গেলো জুনিয়র অফিসারের

২১৫ পঠিত ... ১৮:৪০, অক্টোবর ১২, ২০২১

Chakri-gelo-mail-er-karone

একটি মেইল আদানপ্রদানের জের ধরে চাকরি গেল দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীর। জানা যায়, 'মেইলের সিসিতে সিনিয়রিটি মেইনটেইন না করায় শাস্তি স্বরূপ চাকরি হারিয়েছেন এক জুনিয়র অফিসার।

এই ঘটনা ঠিক কোথায় ঘটেছে জানা না গেলেও প্রতিষ্ঠানটির এক সিনিয়র অফিসার বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলেন। বিশ্ববিদ্যালয় জীবনে আট কোটি সালাম পাওয়া এই সিনিয়র অফিসার বলেন, 'ভার্সিটি হোক কিংবা অফিস, সব জায়গায় সিনিয়র জুনিয়র মেইনটেইন করতে হয়৷ ওই বেয়াদব জুনিয়র সিসিতে আমার নাম রাখছে সবার শেষে! কত বড় স্পর্ধা! আমাদের ক্লায়েন্ট কী ভাববে? ওরা ভাববে না যে অফিসে আমার কোন দাম নেই? এটা তো আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো কোন বার্তা দিবে না তাদেরকে। সেজন্যই ওকে ছাঁটাই করেছি।'  

তিনি আরো বলেন, 'বিশ্ববিদ্যালয়ে এইসব ম্যানার শেখানোর জন্য আমরা কত ত্যাগ স্বীকার করেছি! আপনি খোঁজ নিয়ে দেখেন, আমার ক্যাম্পাসে কেউ অফিসে গিয়ে এইসব মেইনটেইন করেনি এমন কোন রেকর্ড নাই।'

চাকরিচ্যুত জুনিয়রের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এরা কোথা থেকে আসে! এদের ক্যাম্পাসের বড় ভাইরাই বা কেমন! ঠিকঠাক ম্যানার না শিখিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিছে! এই ধরনের দায়িত্বজ্ঞানহীন সিনিয়রদের কাছ থেকে দেশ কী আশা করবে! বুলশিট একেকটা!'

বিশ্ববিদ্যালয়ের মত অফিস ম্যানার শেখানোর লক্ষ্যে প্রতিটি সরকারি বেসরকারি অফিসেও র‍্যাগের নিয়ম যোগ করতে চান বলে জানান তিনি৷

২১৫ পঠিত ... ১৮:৪০, অক্টোবর ১২, ২০২১

Top