১৪ বছরে বিএনপির একমাত্র অর্জন সিলভার প্লে বাটন, ইদের পর দেশব্যাপী উদযাপন

৩৪৮ পঠিত ... ১৩:৫৯, অক্টোবর ০২, ২০২১

bnp silver play (1)

বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ১ লক্ষ্য সাবস্ক্রাইবার পূরণের লক্ষ্যমাত্রা অর্জন করায় ইউটিউব থেকে দলটিকে সিলভার-প্লে বাটন দেয়া হয়৷ গত ১৪ বছরে অর্জনের খাতা শূন্য থাকা দলটির এই সিলভার প্লে বাটনটিই একমাত্র অর্জন বলে জানিয়েছে অনুসারীরা। আর তাই ইদের পর এমন অনন্য অর্জনটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে তারা৷

বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলভার প্লে বাটনটি নিয়ে লাইভে আসেন। লাইভ চলাকালীন বাটনটিতে একটি চুমু দিয়ে তিনি বলেন, 'এই অর্জন শুধু বিএনপির না, এই অর্জন সারাদেশবাসীর৷ এই অর্জনকে উদযাপন করতে ইদের পর সারাদেশের কঠোর আন্দোলন থুক্কু কঠোর উদযাপন করা হবে৷ ছাদখোলা গাড়িতে করে প্রতিটি পাড়া, মহল্লা, গ্রাম, জেলা, উপজেলায় নিয়ে যাওয়া হবে সিলভার প্লে বাটনটিকে। সবাইকে বাটনটির সাথে সেলফি তোলার সুযোগ করে দেয়া হবে। এই প্লে বাটন আসলে আন্দোলনের প্লে বাটন, আন্দোলন শুরুর একটি প্রতীক।'

এ সময় বিএনপিকে সিলভার বাটন উপহার দিয়ে আওয়ামী বিরোধী আন্দোলনে যোগ দেয়ায় ইউটিউবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি৷

দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এই সিলভার প্লে বাটন বাড়তি শক্তি যোগ করবে বলে জানান বিএনপির অন্য এক নেতা৷ বাটনটি পাওয়ার খবরে ইতোমধ্যে সারাদেশের বিএনপি কর্মী সমর্থকরা সিলভার বাটনের শক্তিতে জ্বলে উঠেছে বলেও জানা যায়৷ কর্মীদের আরো চাঙ্গা করতে নানান কর্মসূচি হাতে নিয়েছে দলটি। জানা যায়, সিলভার বাটনটি ধোয়া পানি খাইয়ে বিএনপি কর্মীদের আবারো চাঙ্গা করে তুলবে তারা৷

এদিকে বিএনপির এমন উদযাপনের খবরে পুলিশ সদর দপ্তরে কর্মব্যস্ততা বেড়ে গেছে বলেও সম্পূর্ণ ভূয়া ও শতভাগ অবিশ্বস্ত সূত্র মারফত জানা যায়৷ একজন ভূয়া পুলিশ সদস্য লাঠিতে সরিষার তেল মালিশ করতে করতে বিএনপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'ওয়েলকাম'

৩৪৮ পঠিত ... ১৩:৫৯, অক্টোবর ০২, ২০২১

Top