'ইউনাইটেড ফ্রুট নেশনস' থেকে 'হিমু অ্যাওয়ার্ড' এ ভূষিত হলেন পাকা কলা

২১২ পঠিত ... ১৯:৫৯, সেপ্টেম্বর ২৩, ২০২১

kola himu

জীবনযাপনে হিমুগিরি ধারণের স্বীকৃতি পাচ্ছে পাকা কলা। 'ইউনাইটেড ফ্রুট নেশনস' নামের একটি সংগঠন পাকা কলাকে এমন মূল্যবান উপাধিতে ভূষিত করে৷

ইউনাইটেড ফ্রুট নেশনস থেকে বলা হয়, 'পাকা কলা একজন জীবন হিমু। অনেকাংশে হিমুর চেয়েও বেশি হিমু বলা যায় তাকে। হিমু হলুদ রঙের পোশাক পরে আর পাকা কলা হলুদ রঙটারে নিজের রঙই বানিয়ে ফেলেছে। হিমুর মত তারও পরে পকেট নাই৷ হিমুও যেমন বাইরে হলুদ ভেতরে সাদা মনের মানুষ পাকা কলাও কিন্তু তাই। পাকা কলাকে এমন উপাধি দিতে পেরে আমরা গর্বিত। এতদিনে পাকা কলার প্রতি ঋণ শোধ হইলো।'

ইউনাইটেড ফ্রুট নেশনসের অনেকে পাকা কলাকেই অরিজিন্যাল হিমু বলছেন৷ এমনই একজন বলেন, 'হলুদ জামা পরে, আবার পকেট নাই- এমন আইডিয়া হুমায়ূন আহমেদের মাথায় কলা খেতে খেতেই আসছে। মূলত কলাই আসল হিমু।'

পাকা কলার এমন অ্যাওয়ার্ড প্রাপ্তিতে আনন্দে ফেটে পড়েছে নিখিল বাংলার কাচা কলা সমাজ। দেশের প্রতিটি কলা বাগানে আনন্দ মিছিলও বের করে তারা। যদিও মিছিল থেকে তুলে এনে এইসব কলায় ক্যামিকেল মারতে মারতে এক দোকানদার বলেন, '৫টা পিস বেচলে আর চলবো না৷ দাম বাড়ায়া দেন, প্রতি পিচ ১৫ টাকার কমে নেওয়াই যাবে না৷'

এদিকে পাকা কলার গায়ের কালচে দাগগুলোর দিকে ইঙ্গিত করে অনেকেই কলার এমন উপাধি পাওয়ার সমালোচনা করেছেন। কলার পুষ্টিগুণে মুগ্ধ হয়ে স্বজনপ্রীতি করা হয়েছে বলে জানান তারা৷ তবে ইউনাইটেড ফ্রুট ন্যাশনস থেকে বলা হয়, 'চাঁদের যেমন কলংক আছে ওইগুলা কলার কলংক। কলা শুধু হিমু না, চাঁদও। সামনের মাসেই আমরা কলাকে 'চাঁদ ' উপাধি দেওয়ার দাবি জানাবো।'

২১২ পঠিত ... ১৯:৫৯, সেপ্টেম্বর ২৩, ২০২১

Top