এহসান গ্রুপে যারা ইনভেস্ট করেছে, আখিরাতে ৭০ গুণ রিফান্ড পাবে: হাফিজুর রহমান সিদ্দিকি

২৩২২ পঠিত ... ১৪:০১, সেপ্টেম্বর ২২, ২০২১

সম্প্রতি অর্থ আত্মসাতের ঘটনায় গ্রেফতার হয়েছে এহসান গ্রুপের দুই কর্মকর্তা৷ এর আগে হাফিজুর রহমান সিদ্দিকিসহ অনেক ওয়াজ বক্তা নানান রকম ধর্মীয় অপকৌশলের মাধ্যমে সাধারণ মানুষকে এই গ্রুপে টাকা গচ্ছিত রাখতে উৎসাহ প্রধান করেছেন। অর্থ আত্মসাৎ করার ঘটনা সামনে আসলেও দমে যাননি প্রতিষ্ঠানটির আনঅফিশিয়াল অ্যাম্বাসেডর ইসলামিক বক্তা হাফিজুর রহমান সিদ্দিকি। নিজের একটি ফেক ইউটিউব থেকে তিনি বলেন, 'যারা এহসান গ্রুপে অর্থ রেখেছে তাদের অর্থ কখনোই আত্মসাৎ হবে না৷ এই দুনিয়ায় না পেলেও আখেরাতে ৭০ গুন পরিমাণ টাকা রিফান্ড করা হবে।'

Ehsan-group

দেশের অন্যান্য স্ক্যাম প্রতিষ্ঠানের চেয়ে এহসান গ্রুপকে এগিয়ে রাখছেন তিনি৷ তিনি বলেন, 'ইভ্যালি, ই-অরেঞ্জ এরা আপনাদের টাকা মেরে দিছে। কিন্তু এহসান গ্রুপ মেরে দেয়নি। এই টাকা হুজুরের কাছে গচ্ছিত আছে। আপনাদের বিপদ আপদের জন্যই এই টাকা৷ আগের টাকা চলে গেছে বলে পিছপা হবেন না৷ এটা আপনাদের জন্য আখেরাতকে আরো সমৃদ্ধ করার সুযোগ। আরো টাকা ইনভেস্ট করুন। পিছপা হলে আপনার নাম চলে যাবে অবিশ্বাসীদের কাতারে। অবিশ্বাসী হতে না চাইলে, আমাকে ভালোবেসে থাকলে আরো টাকা দিন।'

টাকা না থাকলে জমিজমা বিক্রি করে টাকা দেয়ার জন্যও আহবান জানান তিনি। পাশাপাশি কিডনি বিক্রি করে আইফোন কেনা নালায়েক, বদনসিবদের জন্যও আফসোস করেন এই বুজুর্গ ব্যক্তি। তিনি বলেন, 'খবরে দেখি অনেকে কিডনি বিক্রি করে আইফোন কিনে৷ আহারে, দুনিয়ার প্রতি কী মোহ! ওই আইফোনের মালিক একটা ইহুদি৷ কিডনি বিক্রি করে আইফোন কিনলে আপনার নাম ইহুদিদের লিস্টে চলে যাবে। আমার এক ভাই, পেয়ারা ভক্ত কিডনি বিক্রি করে আইফোন না কিনে এহসান গ্রুপে টাকা রেখেছিলো। মাত্র এক মাসের ব্যবধানে অশেষ রহমতে এখন তার চারটি কিডনি। আখেরাতে তাকে ৭০টি কিডনি দেয়ার ওয়াদা করেছি আমি। আপনারা কি চান না আমার সেই ভাইয়ের মত হতে? বলেন চান কি না!'

এ পর্যায়ে কমেন্টবক্সে কয়েকজন মস্তিষ্কবিহীন ব্যক্তি (সম্ভবত) 'জি হুজুর চাই' লিখতে লিখতে সহমতের ঝড় বইয়ে দেন।

towba ehsan group (1)

এহসান গ্রুপের এক কর্মকর্তাও হাফিজুর রহমান সিদ্দিকির সাথে একমত পোষণ করেন৷ নিজের ফেক আইডি থেকে তিনি বলেন, 'সিদ্দিকি ভাই একজন বুজুর্গ মানুষ৷ তিনি ইসলামের সেবা করে যাচ্ছেন। পাশাপাশি আমাদের সেবাও করছেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ৷ আর আপনারা যারা আমাদেরকে টাকা দিচ্ছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। জাযাকাল্লাহ খাইরান।'

এই সময়ে ডেস্টিনির প্রসঙ্গ টেনে আনেন হাফিজুর রহমান সিদ্দিকি। এবার তিনি নিজের ফেক ইমো আইডি থেকে বলেন, 'ডেস্টিনি আপনাদের জন্য গাছ লাগিয়েছে পৃথিবীতে, আমরা লাগিয়েছি আখেরাতে। সেই গাছ আখেরাতে আপনাদেরকে ছায়া দিবে। সেইসব গাছের ডালিম পেড়ে পেড়ে খাবেন। এমন সুস্বাদু ডালিম, এই পৃথিবীর কোথাও আপনি এমন সুস্বাধু ডালিম পাবেন না৷ সেই ডালিম খেলে ক্যান্সার থেকে শুরু করে পাইলস পর্যন্ত ভালো হয়ে যাবে। কারা কারা এহসান গ্রুপে টাকা ইনভেস্ট করে এমন ডালিম খেতে চান হাত তুলে আমাদের দেখান৷ আমাদের এজেন্ট আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আসবে।'

[eআরকিতে প্রকাশিত সঙবাদ বিশ্বাস, অবিশ্বাস, অর্ধ-বিশ্বাস কোনোটাই করবেন না]

আরও পড়ুন- 

তওবা করে আবারও ব্যবসা শুরু করতে চায় এহসান গ্রুপ

২৩২২ পঠিত ... ১৪:০১, সেপ্টেম্বর ২২, ২০২১

Top