তওবা করে আবারও ব্যবসা শুরু করতে চায় এহসান গ্রুপ

১২৩০ পঠিত ... ২১:২৫, সেপ্টেম্বর ২১, ২০২১

towba ehsan group (1)

শত শত কোটি টাকা অর্থ আত্মসাৎ করে গ্রেফতার হয়েছে এহসান গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা রাগিব হাসান। ওয়াজ মাহফিলের বক্তাদের মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে টাকা আত্মসাৎ করে গ্রুপটি। গ্রেফতারের কারণে প্রাথমিকভাবে বন্ধ হয়ে গেলেও একটি সম্পূর্ণ ভূয়া তথ্যসূত্র থেকে জানা যায়, তওবা করে আবারো ব্যবসা শুরু করবেন তারা৷ সূত্রটি থেকে আরো জানা যায়, তওবা পড়াবেন ইসলামিক বক্তা হাফিজুর রহমান সিদ্দিকি৷

এ বিষয়ে কথা বলতে চাইলে নিজের একটি ফেক টিকটক আইডি থেকে এহসান গ্রুপের অন্যতম কর্ণধার রাগিব বলেন, 'আমাদের কিছু ভুল ছিলো। ভুলগুলো কাটিয়ে অতীতকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে (টাকার হিসাবসহ) আমরা তওবা করে আবারো ব্যবসা শুরু করতে চাই। এহসান গ্রুপে নতুন করে বিনিয়োগ করার মাধ্যমে নেকি হাসিলের সুযোগ মানুষকে আমরা আবারো দিতে চাই৷ আপনারা আবারো বিনিয়োগ করতে পারেন৷'

আবারো টাকা মেরে দিবেন কী না? আমাদের এমন প্রশ্নে তিনি বলেন, 'তওবা তওবা, ভুলেও না। আর যদি মেরেও দেই তাইলে আবারো তওবা পড়ে নিবো। সমস্যা নাই। বলেন, আছে কোনো সমস্যা?'

এ সময় তার কয়েকজন অনুসারী সমস্বরে 'নাই নাই নাই' বলে সহমত প্রকাশ করাপূর্বক একটা ওয়াজের ভাইব দেন।

এহসান গ্রুপের এই তওবাকে স্বীকৃতি দিয়েছেন অন্যতম ইসলামিক বক্তা, এহসান গ্রুপের অ্যাম্বাসেডর কাম তওবা শিক্ষক জনাব হাফিজুর রহমান সিদ্দিকি৷ নিজের এক ইউটিউব আইডি থেকে তিনি বলেন, 'আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আবারো এহসান গ্রুপে ইনভেস্ট করুন। কারণ এহসান গ্রুপ এখন আরো শক্তিশালী। তারা তওবা করেছে, এখন তারা আগের চেয়েও নিষ্পাপ হয়ে গেছে। আমি নিজে তাদেরকে তওবা পড়িয়েছি। তারা বলেছে আপনাদের টাকা আর মারবে না। আপনারা আমার এই বুজুর্গ, আলেম ভাইদেরকে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন।'

তবে এহসান গ্রুপে টাকা দিয়ে ধরা খাওয়া কয়েকজন ব্যক্তি এই পর্যায়ে কমেন্টবক্সে 'আবার বিশ্বাস করবো? তওবা তওবা' লিখে ইউটিউব বন্ধ করে চলে যান।

১২৩০ পঠিত ... ২১:২৫, সেপ্টেম্বর ২১, ২০২১

Top