আমি কিতার মধ্যে ট্যহা ঢালতাছি: পিএসজি মালিক নাসের আল খেলাইফি

১৪৬৭ পঠিত ... ১৪:২৩, সেপ্টেম্বর ১৬, ২০২১

মেসি, নেইমার, এমবাপ্পে, রামোস, ডি মারিয়া, কাইলর নাভাস নিয়ে গড়া পিএসজিকেই এখন ইউরোপিয়ান লিগের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে মনে করছিলেন অনেকে৷ কিন্তু নিজেদের সর্বশক্তি নিয়ে নেমেও গতরাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্লাব ব্রুজেসের সাথে ১-১ গোলে ড্র করেছে দলটি৷

Ami-kitar-moddhe-teka-Dhaltasi

আর এতেই ক্ষেপে গেছেন পিএসজির মালিকপক্ষের লোক নাসের আল খেলাইফি। রাগে ক্ষোভে ফেসবুক লাইভে এসে অনেকটা ব্যারিস্টার সুমনের মতো আক্ষেপের সুরে তিনি বলেন, 'ব্রুজেসের মত দলের লগে এরা জিততে পারলো না! অথচ আমি ভাবছিলাম অন্তত ৫ গোল তো দিবে! প্রতি গোল ৫০০ টাকা দরে বউয়ের লগে বাজিও ধরছিলাম। ওইটাও হাইরা গেলাম। এ আমি কিতার মধ্যে ট্যহা ঢালতেছি।'

এতদিন স্বপ্নে বিভোর থাকা খেলাইফি প্রথম ম্যাচের পর যেন বাস্তবে ফিরে এলেন। এমন ধাক্কায় বাস্তবে ফেরা ছাড়া আর কোন উপায় ছিলো না তার৷ দিবাস্বপ্ন থেকে বাস্তবে ফিরে এসেই ব্যারিস্টার সুমনের সাথে আলোচনা না করায় নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। ফেক আইডি থেকে দেয়া একটি সাক্ষাৎকারে eআরকিকে তিনি বলেন, 'এতগুলা ট্যহা ঢাকা আগে সুমন ভাইয়ের সাথে আলোচনা করা দরকার ছিলো৷ উনি অভিজ্ঞ মানুষ, ভালো পরামর্শ দিতে পারতেন৷ এখন তো প্লেয়ার কিনে টাকা পয়সাঅ শেষ, এইগুলারে দিয়ে কাজ না হইলে নতুন প্লেয়ারও কিনতে পারব না৷ আমার তো গরুও নাই যে বিক্রি করুম!'

এ পর্যায়ে দেড় মিনিটের মতো পাগল অবস্থায় তিনি ব্যারিস্টার সুমনের 'মাডিত পড়নই লাগব' উক্তিটিকে পিএসজির চলতি সিজনের পারফরম্যান্স সংক্রান্ত ফোরশ্যাডো হিসেবে দাবি করেন।

নাসের আল খেলাইফির এমন কথায় চটেছেন মেসিও। নিজের একটি ইমো আইডি থেকে তিনি বলেন, 'উনি ট্যাকার খোটা দিছে? আবার এরকম কথা বললে বার্সেলোনায় ফেরত চলে যাবো। আর রোনালদো ম্যানইউতে যাওয়ার পর গার্দিওলাও ইদানিং খুব ফোন দিচ্ছে।'

১৪৬৭ পঠিত ... ১৪:২৩, সেপ্টেম্বর ১৬, ২০২১

Top