আমি না, মুফতি ইব্রাহীমই দ্বিপদ নামকরণের জনক: ক্যারোলাস লিনিয়াস

১৬৭৯ পঠিত ... ২৩:০৯, সেপ্টেম্বর ১৪, ২০২১

Mufti-Ibrahim-1

মুফতি ইব্রাহিম আমাদের সবার পরিচিত একটি নাম৷ তিনি একাধারে বিজ্ঞানী, বক্তা, দার্শনিক এবং আরও অনেক কিছু। রক্তের গ্রুপ, সৌরজগত থেকে শুরু করে এন্টার্কটিকা হয়ে তাঁর জ্ঞানের পরিধি ইংরেজি সাহিত্য পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি শেক্সপিয়র সম্পর্কে তাঁর দেয়া এক বিরল তথ্য তাক লাগিয়ে দিয়েছে পুরো দেশবাসীকে।

একটি ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, “শেকোসপিয়ার, শেকোসপিয়ার হইলো শেখ যুবায়ের...”

এমন বক্তব্যে অনেকে হাসাহাসি করলেও মুগ্ধ হয়েছেন দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস। eআরকিকে ইনবক্সে একটি দ্বিপদ নাম সাজেস্ট করে তিনি বলেন, 'জীবনে অনেক কিছুর নামকরণ করেছি। কিন্তু মুফতি সাহেবের মতো সুন্দর হয় না। উনার দেয়া নামগুলার মধ্যেও দেখছেন, একটা দ্বিপদী ব্যাপার আছে? আমার ধারণা, উনিই আসলে দ্বিপদ নামকরণের জনক।'

Shakespear

এ পর্যায়ে ক্যারোলাস লিনিয়াস মুফতি ইব্রাহীমের দেয়া আরও কিছু নামের তালিকা আমাদের সামনে তুলে ধরেন- 'দেখেন, আইজ্যাক নিউটনের আসল নাম যে ইসহাক নোটন, ইব্রাহীম স্যার না থাকলে জানতাম না। একইভাবে আপনারা যাকে টমাস আলভা এডিসন বলেন, তাঁর আসল নাম তমিজ আল এহসান... এটাও আমি রিসেন্টলি জানতে পেরেছি। মাঝে মাঝে মনে হয়, আমার আসল নামটাও যদি মুফতি সাহেবের কাছ থেকে জানতে পারতাম!'

তবে একটু পর তিনি উত্তেজিত মুডে আবারও নক দিয়ে বলেন, 'মুফতি সাহেবের আরেকটা ভিডিও দেখলাম। উনি বলছেন, আমার আসল নাম ক্যারোলাস লিনিয়াস না, কাশেম লস্কর! মুফতি ইব্রাহীম স্যার যেহেতু বলেছেন, তাহলে অবশ্যই তাই।'

১৬৭৯ পঠিত ... ২৩:০৯, সেপ্টেম্বর ১৪, ২০২১

Top