টেস্ট, ওয়ানডে, টিটুয়েন্টির পর ক্রিকেটের নতুন ধরন 'মিরপুর-টুয়েন্টি'কে স্বীকৃতি দিলো আইসিসি

৩০২ পঠিত ... ১৩:৩২, সেপ্টেম্বর ০২, ২০২১

mirpur 20 (1)

টেস্ট, ওয়ানডে, টিটুয়েন্টি নিয়ে বেশ সমৃদ্ধই ছিলো ক্রিকেট জগত৷ সম্প্রতি 'টি-টেন ক্রিকেট' ক্রিকেটকে করেছে আরও কিছুটা সমৃদ্ধ। এতেও বোধহয় ক্রিকেটের সমৃদ্ধির কিছুটা অভাব ছিল। সেই অভাব কাটিয়ে ক্রিকেটকে স্বয়ংসম্পূর্ণ করতেই আইসিসি এবার স্বীকৃতি দিচ্ছে মেড ইন বাংলাদেশ 'মিরপুর-টুয়েন্টি'কে।

জানা যায়, সম্প্রতি অস্ট্রেলিয়া-বাংলাদেশ টিটুয়েন্টি সিরিজ ও গতকাল নিউজিল্যান্ডের সাথের প্রথম ম্যাচের পর 'মিরপুর-টুয়েন্টি' এর আইডিয়া পায় আইসিসি৷ ক্রিকেটের নতুন এই ধরণটি শুধুমাত্র মিরপুরেই অনুষ্ঠিত হবে। ক্রিকেটের এই নতুন ধরণের জনক হিসেবে বিসিবির পিচ কিউরেটর গামিনি ডি সিলভার নাম ঘোষণার পাশাপাশি বাংলাদেশকে এর জন্মস্থান হিসেবেও পরিচয় করায় আইসিসি।

মূলত ক্রিকেটের আদি সংস্করণ টেস্ট ও ক্রিকেটের নতুন সংস্করণ টিটুয়েন্টির একটি সংকর ধরণ এই মিরপুর-টুয়েন্টি। যাকে এক কথায় বিশ ওভারের টেস্টও বলা যায়৷ খেলা হবে ২০ ওভারই, তবে রান উঠবে টেস্টের গতিতে।

এ বিষয়ে আইসিসির এক কর্মকর্তা বলেন, 'অনেকদিন ধরেই টিটুয়েন্টির কারণে টেস্টের জনপ্রিয়তা কমে যাওয়ার একটা অভিযোগ আমরা পাচ্ছি৷ যা সত্যও বটে। কিন্তু এই সমস্যা সমাধানের কোন কুলকিনারা আমরা পাচ্ছিলাম না। সম্প্রতি বিসিবি একটি অসাধারণ পিচ বানিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে, এজন্য বিসিবিকে ধন্যবাদ।'

মিরপুর-টুয়েন্টি জনপ্রিয় হলে টেস্ট ও টিটুয়েন্টির মাঝের জেনারেশন গ্যাপটাও ফিলাপ হবে বলে মনে করছেন অনেকে। একে অন্যকে শত্রু ভাবার ও একে অন্যের চিন্তা না বোঝার যে সমস্যা টেস্ট ও টিটুয়েন্টির মাঝে রয়েছে, তা আর কখনোই হবে না। তারা সুখে শান্তিতে একই পিচে বসবাস করে যেতে পারবে।

এই মিরপুর-টুয়েন্টি নিয়ে বেশ আশাবাদী ক্রিকেট বিশ্বের বোলাররা। ব্যাটারদের চ্যালেঞ্জ জানিয়ে টিটুয়েন্টিতে ১২ ইকোনমির এক বোলার বলেন, 'আমগো চামড়া বহুত ছাড়াইছো, এবার আইসো মিরপুরে। খেলে দিবো।'

৩০২ পঠিত ... ১৩:৩২, সেপ্টেম্বর ০২, ২০২১

Top