ইভ্যালি ছেড়ে কোথায় যাবেন আরিফ আর হোসাইন, ম্যান ইউ নাকি পিএসজি?

২০৬২ পঠিত ... ১৪:১৭, আগস্ট ৩১, ২০২১

arif psg manu

বিশ্বজুড়ে গত কয়েকদিন ধরেই চলছে দলবদলের খেলা। মেসি, রোনালদো, এমবাপ্পের পর ইভ্যালিকে ছেড়ে দিয়ে এই খেলায় যোগ দিলেন বাংলাদেশি সোশ্যাল মিডিয়ার টপ প্লেয়ার থুক্কু ইনফ্লুয়েন্সার আরিফ আর হোসাইন।

ইভ্যালি ছেড়ে দেওয়ার পর এই ইনফ্লুয়েন্সারকে নিয়ে চারদিকে শুরু হয়েছে গুঞ্জন, জল্পনাকল্পনা। ইভ্যালির পর কোন গন্তব্যে যাচ্ছেন তিনি? ম্যান ইউ নাকি সিটি? পিএসজি নাকি বার্সেলোনা?

বার্সেলোনা ফ্যানরা আরিফ আর হোসাইনকে দলে ভেড়ানোর দাবি জানিয়েছে। মেসিকে হারিয়ে নাজুক অবস্থায় থাকা বার্সেলোনার ম্যানেজমেন্টও আরিফ আর হোসাইনের বিষয়ে আগ্রহ দেখায় তারা৷ দলটির এক উর্ধ্বতন কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে সত্যতা স্বীকার করে তিনি বলেন, 'এই মুহুর্তে আমাদের আসলে আরিফ আর হোসাইনের মত কিউট কাউকেই দরকার। যিনি মোটিভেশন দিয়ে দলের ছেলেদের চাঙ্গা করতে পারবেন, ইমোশন দিয়ে সিনেমেটিক স্টাইলে ম্যাচ জেতাতে পারবেন, প্রয়োজনে একটু ড্রিবলও করতে পারবেন। ওনাকে পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো।'

রোনালদো ডিল ব্যর্থ হওয়ার পর আরিফ আর হোসাইনের ব্যাপারে নিজেদের আগ্রহের কথা অকপটে স্বীকার করে ম্যানচেস্টার সিটিও৷ সিটির এক কর্মকর্তা নিজের ফেক টিকটক একাউন্ট থেকে বলেন, 'রোনালদো আসি আসি করে আসলো না। এদিকে আমরা রোনালদোর অনেকগুলা জার্সিও বানিয়ে ফেলেছি। এই মুহূর্তে আরিফ আর হোসাইনকে খেলোয়াড় কাম সিএমও হিসেবে আমাদের বেশ উপকার হয়৷ উনি খেললেন আর অবসরে দু একটা স্ট্যাটাস দিয়ে জার্সিগুলো বিক্রি করতে সাহায্য করলেন।'

দীর্ঘদিন আরিফ আর হোসাইনকে ফলো করা এক কিউট বাঙ্গালি যদিও ম্যান সিটি ও বার্সেলোনাকে হতাশার বাণীই শুনালেন। মাথায় কিউট তেল মেখে এই বাঙ্গালি বলেন, 'আরিফ ভাইকে দীর্ঘদিন ধরে ফলো করায় আমার ধারণা তিনি সিটি কিংবা বার্সেলোনা কোথাও যাবেন না। ওদের কিউটনেসের অভাব৷ পিএসজি ও ম্যান ইউতে এখন কিউটনেসের ছড়াছড়ি, আরিফ ভাইয়ের আগ্রহও ওদিকেই থাকার কথা৷'

এ বিষয়ে আরিফ আর হোসাইনের এক ফেক আইডিতে নক দিয়ে জানতে চাইলে প্রশ্ন সিন করে তিনি আমাদের ব্লক করে দেন৷

২০৬২ পঠিত ... ১৪:১৭, আগস্ট ৩১, ২০২১

Top