ইন্সটাগ্রামে লুঙ্গি পরা ছবি দেয়ায় পুরান ঢাকার করিমের আইডিতে বিক্ষোভ-ভাংচুর

৫৬২ পঠিত ... ২০:২৮, আগস্ট ২৮, ২০২১

Instagram-lungi

গত দুদিন ধরে ইন্সটাগ্রাম থেকে ব্যাপক ভাংচুর ও বিক্ষোভের খবর পাওয়া গেছে৷ জানা যায়, পুরান ঢাকার নিরীহ বোকাসোকা করিম ইন্সটাগ্রামে একটা লুঙ্গি পরা ছবি দিয়েছেন। আর তাতেই ঘটনার সূত্রপাত। বিক্ষুব্ধ ইন্সটাগ্রামবাসী করিমের আইডিতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগও ঘটায়৷ এরপর এলাকাবাসীর এক বিশেষ সভায় ইন্সটাগ্রামের ঐতিহ্য রক্ষার স্বার্থে করিমকে ইন্সটাগ্রামে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

এ বিষয়ে ইন্সটাগ্রামের এক মাতব্বর eআরকিকে বলেন, 'করিমের মত মানুষদের জন্যই আজ ইন্সটাগ্রামের ঐতিহ্য হুমকির মুখে! ওয় পরেছে লুঙ্গি, ব্যাকগ্রাউন্ডে টং দোকান, ঠোঁটের কোনে চুন লাইগা আছে৷ ছবিতে কোন ফিল্টার ইউস করে নাই! কোন হ্যাশট্যাগও দেয়নি। ইন্সটাগ্রামের এতদিনের ঐতিহ্য, সুনাম সব এই এক ছবিতে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ও ছবি দিয়ে ফেলেছে দিয়ে ফেলেছে, কিন্তু এটাকে নিজের ছবি না বইলা নিজের ফটোগ্রাফি বইলাও চালায়া দিতে পারতো। তখন তো ও অনেক প্রশংসাও পাইতো!'

করিমের মত ছেলেরা পুরো ইন্সটাগ্রামের জন্য হুমকি বলেও জানান অনেকে। ইন্সটাগ্রামের ২ লাখ ফলোয়ার সমৃদ্ধ এক চেয়ারম্যান বলেন, 'করিমের মত ছেলেদের দেখাদেখি অন্য ছেলেমেয়েরাও এমন ছবি দিবে। তখন ইন্সটাগ্রামকে দেখতে কেমন লাগবে ভেবে দেখেছেন? এটা তো পুরো একটি জেনারেশনের জন্য হুমকি!'

এ বিষয়ে কথা বলতে চাইলে করিমের মা বলেন, 'আমার পোলাটা বোকাসোকা। লুঙ্গি ছাড়া ওর কোন প্যান্ট নাই। ভুলে এস্তাগেরামে চইলা গেছেগা৷ বুঝবার পারে নাই। ওরে আপনেরা মাফ কইরা দেন৷'

৫৬২ পঠিত ... ২০:২৮, আগস্ট ২৮, ২০২১

Top