পই পই করে হিসেব রাখার জন্য বাজারে আসছি 'পই পই ক্যালকুলেটর'

১৫১৬ পঠিত ... ১৩:২১, আগস্ট ২৬, ২০২১

poi poi calc

মানবজীবনে পই পই করে হিসেব রাখার প্রয়োজনীয়তা দিনকে দিন বেড়েই চলছে। পই পই হিসেবের প্রয়োজনীয়তা ও তাৎপর্য নিয়ে সোলাইমান সুখনের লাইফ হ্যাকমূলক বক্তব্যের পর তো বাকি সব হিসেব বাদ দিয়ে পই পই হিসেব নিয়েই পড়ে আছে সবাই৷ এমন পরিস্থিতিতে পই পই করে হিসেব রাখার সুবিধার্থে বুয়েট ও আইবিএর যৌথ উদ্যোগে বাজারে আসছে পই পই ক্যালকুলেটর। এই বিশেষ ক্যালকুলেটরে বন্ধুদের কাছ থেকে না পাওয়া সকল হিসেব সহজ ও বিশ্বস্ত পদ্ধতিতে সংরক্ষণ করা যাবে৷

টাকা পয়সার হিসেব ছাড়া এক্সপোজার, লাইক, শেয়ার এমনকি প্রেম করিয়ে না দেওয়া বন্ধুদের হিসেবও রাখা যাবে এতে৷ পরীক্ষায় না দেখানো বন্ধুর হিসেব ও ক্লাসে কথা বলার জন্য নাম লেখা বন্ধুর পুরোনো হিসেবও এই ক্যালকুলেটর করে দিবে৷

ক্যালকুলেটরটি তৈরির সাথে যুক্ত বুয়েটের এক মেধাবী ভাইয়ার সাথে কথা বলি আমরা৷ এমন উদ্যোগের পেছনের গল্প বলতে গিয়ে তিনি জানান, 'সুখনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে পই পই হিসেব রাখার জন্য অনেকে প্রাইভেট "পই পই হিসাবরক্ষক" হিসেবে নিয়োগ দিয়েছেন। কিন্তু দিনকে দিন চাহিদা বাড়ছে। বুয়েটের মেধাবী ভাইয়া কমিউনিটিতে ভাইয়াদের অপ্রতুলতাও তৈরি হতে পারে৷ এরপর আমরা একটা স্থায়ী সমাধানের বিষয়ে ভাবি, আর তারই ফলাফল এই পই পই ক্যালকুলেটর৷'

জানা যায়, এই পই পই ক্যালকুলেটরে পাইয়ের কোন হিসেব নেই৷ সোলাইমান সুখনের সম্মানে পাই এর পরিবর্তে তার ফেসের ইমুজি দিয়ে 'পই' এর নতুন একটি আইকন আবিষ্কার করা হয়েছে৷ যার মান ধরা হয়ে সিক্স ডিজিট।

এমন খবরে শুভকামনা জানিয়েছেন ক্যালকুলেটরের আবিষ্কারক ব্লেইসি প্যাসকেল। বিষ্ময় প্রকাশ করে তিনি বলেন, 'ক্যালকুলেটরের অনেক সংস্কার হয়েছে কিন্তু এমন জীবনমুখী ক্যালকুলেটর আবিষ্কারের আইডিয়া কারো মাথায় আসেনি। এমন আবিষ্কারের জন্য আমি নিজের নাম সরিয়ে ক্যালকুলেটরের জনক হিসেবে এদের নাম ঘোষণা করতে চাই।'

১৫১৬ পঠিত ... ১৩:২১, আগস্ট ২৬, ২০২১

Top