সচিব রওনক মাহমুদকে নিয়ে 'আম্মাজান' সিনেমার সিকুয়াল বানাতে চান কাজী হায়াৎ

৪৩৩৬ পঠিত ... ১৬:০৭, আগস্ট ২৪, ২০২১

মায়ের প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ স্থাপন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। জানা যায়, হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তি সচিবের মাকে দেখাশোনা করার জন্য মন্ত্রণালয়ের উপসচিবসহ ২৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন তিনি।

mayer doya

এমন বিরল মা-ভক্তি মুগ্ধ করেছে ঢালিউডের অন্যতম সফল সিনেমা 'আম্মাজান' এর নির্মাতা কাজি হায়াৎকে। নিজের ফেক আইডি থেকে সচিব রওনক হাসানকে নিয়ে আম্মাজান সিনেমার সিক্যুয়েল বানানোর আশাবাদও ব্যক্ত করেছেন এই নির্মাতা।

সচিবের এই ঘটনাটি কাজী হায়াৎকে এতটাই মুগ্ধ করেছে যে, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে সুপুত্র কাজী মারুফকে না নিয়ে স্বয়ং রওনক মাহমুদকেই কাস্ট করতে চান তিনি। সিনেমাটির বিষয়ে কাজী হায়াৎ বলেন, 'আম্মাজান সিনেমার সফলতার পর সিক্যুয়েল বানানোর পরিকল্পনা আমার আগে থেকেই ছিলো। কিন্তু ভালো গল্প না পেয়ে আমি আব্বাজান নামে সিনেমা বানিয়ে ফেলেছিলাম৷ মায়ের প্রতি রওনক মাহমুদের এই ভালোবাসা প্রকাশ্যে না আসলে আমাকে হয়তো খালুজান, ফুফাজান, আঙ্কেলজান এসব সিনেমাই বানানো লাগতো, আম্মাজানের সিক্যুয়েল আর পেতাম না।'

Ammajan

সব গল্প দিয়ে সিনেমা হয় না। কিছু কিছু গল্প বা ঘটনা থাকে যা শুনলেই সিনেমা মনে হয়। কখনো কখনো সিনেমাকে হার মানায়। রওনক মাহমুদের ঘটনাটিকেও তেমনভাবে দেখছেন কাজী হায়াৎ৷ তিনি বলেন, 'আমি বায়েজিদ বোস্তামীর ঘটনা নিয়েও ভেবেছি, ভেবেছি বিদ্যাসাগরের দামোদর নদী সাঁতরে পার হওয়া নিয়েও। কিন্তু কোন ঘটনাই আমাকে এবারের মত এতটা ধাক্কা দিতে পারেনি৷ সেজন্যই সিদ্ধান্ত নিলাম।'

সিনেমাটিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কেও নতুনভাবে উপস্থাপন করতে চান এই পরিচালক। তিনি বলেন, 'মা-ভক্ত মানুষ দেখেছি। আস্ত একটা মন্ত্রণালয় কখনও দেখি নাই। এই মন্ত্রণালয় নিয়ে আমি কাজ করতে চাই৷ সিনেমায় এই মন্ত্রণালয়ের নাম থাকবে 'মায়ের দোয়া' মন্ত্রণালয়।'

৪৩৩৬ পঠিত ... ১৬:০৭, আগস্ট ২৪, ২০২১

Top