রাশিয়ার নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের স্বীকৃতি দিতে ডাক পড়লো সিইসি নুরুল হুদার

৩৬৭ পঠিত ... ১৩:৫০, আগস্ট ২৪, ২০২১

সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের নির্বাচনের স্বীকৃতি দানে বাংলাদেশি প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার চাহিদা দিনদিন বেড়েই যাচ্ছে। দেশের গন্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক নির্বাচনকে এমন স্বীকৃতি দিবেন তিনি। প্রথম আলো মারফত জানা যায়, রাশিয়ার নিম্নকক্ষ নির্বাচন 'স্টেট দুমা' পর্যবেক্ষণ করার জন্য নিজের ব্যক্তিগত সহকারী সহ রাশিয়ায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা৷ জানা যায়, সেখানে তারা ৫ রাত অবস্থান করবেন।

russia election nurul huda

এ বিষয়ে ভ্লাদিমির পুতিনের একটি ফেক আইডির সাথে কথা বললে বিষয়টির সত্যতা স্বীকার করেন পুতিন৷ নুরুদ হুদাকে নিজের অত্যন্ত পছন্দের একজন মানুষ বলেও দাবি করেন তিনি৷ নুরুল হুদার সাথে কোলাকুলিরত ফটোশপ করা ছবিও তিনি আমাদের পাঠান। এই সময়ে তিনি বলেন, 'হুদা সাহেবকে আমি বেশ পছন্দ করি। বিশ্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের নির্বাচন উপহারের ক্ষেত্রে তিনি একজন অসাধারণ দূত। রাশিয়ায় সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমরা দায়বদ্ধ। সেই কাজটি সম্পূর্ণ করার লক্ষ্যেই নুরুল হুদা সাহেবকে আমি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছি।'

দেশের বাইরে রাশিয়ার অনেক শত্রু রয়েছে বলেও জানান পুতিন। সময়ে-অসময়ে হিংসার বশবর্তী হয়ে এইসব শত্রুরা রাশিয়ায় স্বৈরশাসন চলছে বলেও গুজব ছড়ায়৷ সেইসব গুজব ও অপবাদ রোধে নুরুল হুদাই হতে পারেন রক্ষাকর্তা। এমনটা জানিয়ে পুতিন বলেন, 'আমি বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে৷ সেজন্যই নুরুল সাহেবকে আনা। উনি যদি একবার নিজ মুখে বলে দেন, 'দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাশিয়ার নির্বাচনে কোন অনিয়ম দেখা যায়নি। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের নির্বাচন হয়েছে। আমি পাঁচ রাত অবস্থান করে বিষয়টি স্বচক্ষে পর্যবেক্ষণ করেছি।' তাহলেই আর কেউ প্রশ্ন তুলতে পারবে না৷'

রাশিয়ার পর উত্তর কোরিয়ার নির্বাচনকে স্বীকৃতি দিতে নুরুল হুদার সেখানেও যাওয়া উচিত বলে মতামত দেন পুতিন।

এমন সম্মান ও আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আমরা নুরুল হুদার সাথে যোগাযোগ করি। নুরুল হুদার নামে একটি ফেক আইডি খুলে সেখানে পুতিনের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে নুরুল হুদা বলেন, 'এই কথা! ভোট পর্যন্ত অপেক্ষা কেন করতে হবে! আমি এখনই বলে দিচ্ছি, রাশিয়ার নির্বাচন...'

৩৬৭ পঠিত ... ১৩:৫০, আগস্ট ২৪, ২০২১

Top