ব্রাহ্মণবাড়িয়া পানিপথের যুদ্ধে অংশগ্রহণ করতে চান বাবর, আকবর, লোদীরা

৪৯০ পঠিত ... ১৪:০২, আগস্ট ২৩, ২০২১

bbaria panipath_

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দুই গ্রামবাসীর মধ্যে নৌকা করে মাঝনদীতে সংঘর্ষের ঘটনা ঘটে।  প্রায় দু-ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষকে নেটিজেনরা পানিপথের  চতুর্থ যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন৷

ট্যাঁটা-বল্লমের সংঘর্ষের শব্দে ভর করে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত এই যুদ্ধের খবর পৌঁছে গেছে বাবর, লোদী, আকবর, হেমু, আবদালিদের কানে। নস্টালজিক হয়ে তারা সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেছেন।  

জানা যায়, পানিপথের আগের তিন যুদ্ধে হেরে যাওয়া ইব্রাহীম লোদী, হেম চন্দ্র ও মারাঠা সাম্রাজ্য ব্রাহ্মণবাড়িয়ার এই যুদ্ধে অংশগ্রহণ করে অধরা বিজয়ের স্বাদ গ্রহণ করতে চান। নস্টালজিক ইব্রাহীম লোদী কাঁদতে কাঁদতে বলেন, 'জীবনে এমন একটা সুযোগ পাবো ভাবিনি৷ ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ধন্যবাদ। এবার তাদের উপর ভর করে জয়ের স্বাদ নিতে চাই।'

আবারো তো হারতে পারেন! এমন এক প্রশ্নে ইব্রাহীম লোদীর কাঁধে হাত রেখে হেম চন্দ্র বলেন, 'হে হে! যুদ্ধ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বনাম ব্রাহ্মণবাড়িয়া। যেই হারুক জিতবে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াই৷'

হেম চন্দ্রকে সমর্থন জানিয়ে মারাঠা সম্রাজ্যের সেনাপতি বলেন, 'এমন উইন উইন সিচুয়েশন জীবনেও দেখি নাই।'

এই যুদ্ধ য়য়ে নিজের আগ্রহের কথা জানান মুঘল সম্রাট বাবরও। প্রথম পানিপথের যুদ্ধের স্মৃতিতে ফিরে গিয়ে তিনি বলেন, 'ভারতবর্ষে আমি প্রথম কামান ব্যবহার করেছিলাম।ব্রাহ্মণবাড়িয়াবাসী ট্যাঁটা-বল্লম কামানকেও ম্লান করে দিচ্ছে। ট্যাঁটা-বল্লম নিয়ে যুদ্ধ করার খায়েশ এবার পূরণ করতে চাই।'

ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধের কাছে আগের তিন পানিপথের যুদ্ধ নিজেরদের গৌরব হারিয়েছে বলেও মত দেন মুঘল সম্রাট আকবর৷ তিনি বলেন, 'আগেরগুলা কীসের পানিপথের যুদ্ধ! ওইগুলা তো ময়দানে হইছে৷ মাঝনদীতে যুদ্ধ করে ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রমাণ করেছে, তারাই আদি ও আসল পানিপথের যুদ্ধের মালিক। ব্রাহ্মণবাড়িয়াবাসী সুযোগ দিলে আমিও তাদের অধীনে যুদ্ধ করে প্রকৃত পানিপথের যোদ্ধা হতে চাই।'

৪৯০ পঠিত ... ১৪:০২, আগস্ট ২৩, ২০২১

Top