সাকিবের মানবতায় অস্ট্রেলিয়ার প্রথম জয়

৭৮৩ পঠিত ... ২২:৫৭, আগস্ট ০৭, ২০২১

Shakiber-Manobotay

টানা ৩ ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়ে বসেছিল অস্ট্রেলিয়া। সাথে কনফিডেন্সের অভাবেও ভুগছিলো দলটি। আন্তর্জাতিক ক্রিকেটে একজন সিনিয়র মানুষ হিসেবে বিষয়টি একদমই পছন্দ হয়নি সাকিব আল হাসানের। অতঃপর মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে হাজির হলেন তিনি। অস্ট্রেলিয়াকে এক ওভারে ৫টি ছয় দিয়ে জয়ের বন্দরের দিকে এগিয়ে দেন এই সুপারস্টার ক্রিকেটার।

তখন ম্যাচের চতুর্থ ওভার। ব্যাটিং করছিলেন ড্যান ক্রিশ্চিয়ান। আইপিএল সূত্রে সাকিবের সাথে তাঁর কিছুটা পরিচয় তো আছেই। তাই পূর্বপরিচিত ক্রিশ্চিয়ানের দিকেই মানবতার হাত প্রসারিত করলেন সাকিব। ১ ওভারে ৫টি ছয়, ম্যাচের মোড়ও ঘুরে যায় সেখানেই। আর শেষ পর্যন্ত দেখা গেলো, সাকিবের ৪ ওভারে অস্ট্রেলিয়া যত রান তুলেছে, সেই একই সংখ্যক রান তুলতে তাদের প্রয়োজন হয়েছে বাকি ১৫ ওভার।

এ প্রসঙ্গে নিজের ফেক একাউন্ট থেকে ড্যান ক্রিশ্চিয়ান বলেন, সাকিবের মতো বড় মনের খেলোয়াড়ের পক্ষেই এমন মহানুভবতা দেখানো সম্ভব৷ সেজন্যই তো তিনি আমাদের নাম্বার ওয়ান, বিশ্বের নাম্বার ওয়ান।' এ বিষয়ে ফেক আইডি থেকে সাকিবও জানান নিজের অনুভূতি। তিনি বলেন, 'ক্রিকেটের স্বার্থে এটুকু আমাদের করতেই হতো। ছেলেগুলো খেলতে আসছে, তাই বলে তো ওদের প্রতি এমন দয়ামায়াহীন আচরণ মানায় না। সেজন্যই ওদেরকে একটু চাঙ্গা করতে আমার এই উপহার। আজকের ম্যাচও যদি ওরা হেরে যেত তাহলে ওরা একেবারেই ভেঙ্গে পড়তো।'

সিরিজে দুই দলই দুয়েক ম্যাচ না জিতলে কনটেস্ট হয় না, এমন মতামতও তিনি ব্যক্ত করেন।

৭৮৩ পঠিত ... ২২:৫৭, আগস্ট ০৭, ২০২১

Top