সাকিবের পরিবর্তে দলে অলরাউন্ডার হিসেবে ড. ইশরাতকে চায় ক্রিকেটভক্তরা

৬৪২ পঠিত ... ১৫:৩৫, আগস্ট ০২, ২০২১

Dr. Ishrat png

দেশে এসেছে নতুন অলরাউন্ডার। হুট করে অন্ধকার থেকে বের হয়ে আসা এক অলরাউন্ডারকে নিয়ে চারদিকে আলোচনার শেষ নেই। ড. ইশরাত নামের এই অলরাউন্ডার একাধারে চিকিৎসক, সমাজসেবক, মানবাধিকার কর্মী, বিগ্রেডিয়ার জেনারেল৷ একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে মাত্র একটি ডিগ্রী নিয়েই তিনি ক্যান্সার বিশেষজ্ঞ, তরুণ চিকিৎসাবিজ্ঞানী। তিনি ভূয়া ডিগ্রী সংগ্রাহকও। তার সংগ্রহে রয়েছে এমপিএইচ, এমডি, ডিওসহ আরো অনেক ভূয়া ডিগ্রী।

এমন একটি জাতীয় সম্পদকে হেলায় হারাতে চায় না মানুষ। সম্প্রতি 'বাংলাদেশ ক্রিকেটের ছাগলা ফ্যান' নামের একটি সংস্থা সাকিব আল হাসানের পরিবর্তে ড. ইশরাতকে জাতীয় দলে দেখার দাবি জানিয়েছে। সংস্থাটির মুখপাত্র জানান, 'ইশরাত একজন প্রকৃত অলরাউন্ডার। বোলিং আর ব্যাটিং ছাড়া তো সাকিব আর কিছুই জানে না। ইশরাত বোলিং ব্যাটিং এর পাশাপাশি ফিজিওর কাজও করতে পারবে। ভূয়া ডিগ্রীর অভিজ্ঞতা থাকায় ভূয়া ডেলিভারি দিয়ে অস্ট্রেলিয়ানদের নাজেহালও করতে পারবে। যদি ম্যাচ হেরেও যাই, ড. ইশরাত নিশ্চিতভাবে আমাদেরকে একটা ভূয়া জয় উপহার দিতে পারবে। এত গুণ সম্পন্ন একজন অলরাউন্ডারকে এতদিন বিসিবি মাঠের বাইরে রেখে মেধার প্রতি, প্রতিভার প্রতি, ড. ইশরাতের প্রতি অবিচার করেছে। চরম অবিচার।'

এ পর্যায়ে তিনি 'যে দেশে গুণীর কদর নেই সেখানে গুণীরা জন্মায় না' উক্তিটি রেফারেন্স হিসেবে উল্লেখ করেন।

সংস্থাটির ক্রিকেটভক্তদের দাবি, এই করোনা পরিস্থিতির মধ্যে দলে একজন চিকিৎসকই আগে দরকার। আর যদি তিনি ভূয়া চিকিৎসক হন তাহলে তো কোন কথাই নেই, করোনার মত ভাইরাসকে মোকাবিলা করতে এমন এক চালাক ও চতুর অলরাউন্ডারই দেশের মানুষ চায়।

ড. ইশরাতের ভক্তদের সাথে একমত প্রকাশ করেছে অস্ট্রেলিয়া দলও। করোনা মোকাবেলায় এমন একজন খেলোয়াড দলে দরকার বলেও জানান তারা৷ অস্ট্রেলিয়া দলের অধিনায়ক বলেন, 'উনি খেলার পাশাপাশি করোনা চিকিৎসাও দিতে পারবে। আপনারা ওনাকে দলে নিবেন কি না বলেন, নইলে আমরা নিয়ে নিবো। উনি থাকলে বায়ো বাবল টাবল লাগবে না।'

৬৪২ পঠিত ... ১৫:৩৫, আগস্ট ০২, ২০২১

Top