সোনা নিশ্চিত করতে অলিম্পিকে বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ আয়োজনের দাবি

৪৭০ পঠিত ... ২০:৩৮, জুলাই ২৫, ২০২১

bd zim olymp

অলিম্পিকে বাংলাদেশের সাফল্য বলতে তেমন কিছুই নেই। কখনো কখনো অংশগ্রহণই করা হয় না। অংশগ্রহণ করলেও পদকের বদলে পাওয়া যায় অ্যাথলেটদের উধাও হয়ে যাওয়ার খবর। এমন পদকখরা কাটানোর লক্ষ্যে অলিম্পিকে বাংলাদেশ-বনাম জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক ফ্যান ক্লাব।

ক্লাব থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'জিম্বাবুয়ে দল আমাদের জন্য সবসময় আশীর্বাদ। বাংলাদেশ ক্রিকেট টিমের জয় ও কনফিডেন্স বাড়ানো নিয়ে বছরের পর বছর দলটি কাজ করে যাচ্ছে। অলিম্পিকে আমাদের পদকখরা কাটানোয়ও জিম্বাবুয়ে আমাদের ত্রাণকর্তা হতে পারে। এমন বন্ধুর কাছ থেকে আমরা হাত পুরো করে নিতে চাই।'

প্রতিযোগিতাটির একটি নিয়মও প্রকাশ করেন তারা। এক বিবৃতিতে ক্লাব জানায়, '৫ ম্যাচের সিরিজ রাখা যেতে পারে। সেখানে যারা ৩ ম্যাচ জিতবে তারা পাবে সোনা, দুই ম্যাচ বিজয়ীর জন্য রূপা আর ১ ম্যাচের ব্রোঞ্জ। ৫ ম্যাচ জিতলে ডায়মন্ড পদক দেয়া যায়। মানে বুঝতেই পারছেন, সিস্টেমে সব পদকই আসলে আমরা পাবো।'

ক্রিকেট সিরিজের পাশাপাশি আরো বেশ কিছু ইভেন্টেও বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিপক্ষীয় প্রতিযোগিতা রাখার ইচ্ছার কথা জানান অনেকে। প্রকাশ করেন একটি রূপরেখাও, যে রূপরেখাকে জিম্বাবুয়ে রেখা উল্লেখ করে তারা বলেন, 'জিম্বাবুয়ে-বাংলাদেশ দ্বিপক্ষীয় সাঁতার, দৌড়, জিমনেস্টিক, ম্যারাথন থেকে শুরু করে প্রতিটি ইভেন্টেই একটা করে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিপক্ষীয় প্রতিযোগিতা রাখা গেলে সব ইভেন্টেই আমাদের সোনা থাকবে। সোনায় সোনায় ভরে যাবে সারা দেশ।'

এদিকে ক্লাবের সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করেছে বাফুফেও। একজন কর্মকর্তা জানান, 'ফিফা ফুটবল বিশ্বকাপ' নামে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে। এরপর সেখানে বাংলাদেশ আর জিম্বাবুয়েকে নামিয়ে দিয়ে আমরা ২০২২ সালের ফুটবলের শিরোপাও ঘরে তুলতে চাই।'

৪৭০ পঠিত ... ২০:৩৮, জুলাই ২৫, ২০২১

Top