পান্তাভাত, আলুভর্তার রিভিউ দেয়ার জন্য অজপাড়াগাঁয়ের দিকে ছুটছেন ফুড ব্লগাররা

১১৬৪ পঠিত ... ১৭:০০, জুলাই ১৩, ২০২১

panta review

বাংলার পান্তা এখন বিশ্বমঞ্চে। মাস্টারশেফ অস্ট্রেলিয়ার এবারের আসরের প্রতিযোগী কিশোয়ার গ্রান্ড ফিনালেতে পান্তাভাত, আলুভর্তা, শুকনা মরিচ ও সার্ডিং মাছ দিয়ে তৈরি করেন বাংলার চিরচেনা ডিশ। জাজদেরকে মুগ্ধ করার পাশাপাশি যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে।

এরপর থেকে শুরু হয়েছে বাংলাদেশি ফুড ব্লগারদের ব্যস্ততা। পান্তাভাত, আলুভর্তার রিভিউ করার জন্য গ্রামের দিকে রওনা দিয়েছেন অনেকে। তবে গ্রামের ভাতঘরগুলোতে পান্তা ভাত না পেয়ে বেশ বিপদে পড়েছেন তারা। পান্তার খোঁজে অনেকেই হানা দিয়েছেন গ্রামের কুঁড়েঘরগুলোতে। চোর সন্দেহে অনেকে উত্তম মাধ্যম খেলেও, গ্রামের মানুষদের পরিস্তিতি বুঝিয়ে বললে অনেকে তাদেরকে পান্তা ভাত দিতে রাজি হয়।

জানা যায়, 'ভুকলাগছে সাইজা' নামের এক ফুড ব্লগার শুকনা মরিচ দিয়ে পান্তা খেতে গিয়ে নাকেমুখে উঠিয়ে ফেলেন। হালকা অসুস্থ অবস্থায় তাকে ঘরের মধ্যেই চিকিৎসা দেয়া হয়। এদিকে একই ঘরে ৪ জন ফুড ব্লগার হানা দেয়ায় ওই ঘরের সব পান্তা শেষ হওয়ার অভিযোগও পাওয়া যায়। যদিও ৮ বছরের এক বাচ্চা 'হগুনের বাচ্চা' গালি দেয়া ছাড়া ঘরের বাকিরা কিছু বলেননি।

এদিকে দেশের অন্যতম জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দ্য বড়ভাই পান্তা ভাতের রিভিউ করবেন না বলে জানান। eআরকিকে তিনি বলেন, 'পান্তা ভাতের দাম কত? ৩০ টাকা? ৫০ টাকা? এটার কোনো পশ আইটেম আছে? আই মিন ৫০০০ টাকার পান্তা ভাত। এনিহোয়ার ইন গুলশান! না হলে তো আমি রিভিউ করতে পারবো না।'

এদিকে জানা যায়, পান্তা ভাতের রিভিউ করার জন্য দুপুরের গরম ভাতে পানি ঢেলে দেয়ার বাসায় মারধোরের শিকার হয়েছেন ফটিক কাপল নামের অন্য এক ফুডব্লগার।

১১৬৪ পঠিত ... ১৭:০০, জুলাই ১৩, ২০২১

Top