আসছে নতুন রিয়ালিটি শো 'কে হতে চায় বুদ্ধিজীবী'

৫০৬ পঠিত ... ১৮:১৭, জুলাই ০৬, ২০২১

Ke-hote-chay-buddhijibi

মানুষের ভেতরকার সুপ্ত বুদ্ধিজীবী সত্ত্বাকে জাগিয়ে তুলতে বাংলাদেশে শুরু হচ্ছে নতুন এক রিয়ালিটি শো 'কে হতে চায় বুদ্ধিজীবী'। ফেসবুক ওয়াচে যেকোন সময় থেকে শো-টি সম্প্রচার শুরু হতে পারে। ফরলিক্সের পৃষ্ঠপোষকতায় এই শো-টি উপস্থাপনা করবেন মঞ্জুর মোরশেদ নামের এক পোস্টমডার্ন বুদ্ধিজীবী। ১২ বছর থেকে ৬০ বছর পর্যন্ত যে কেউ শো-টির জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

শো-টির লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে অন্যতম এক পৃষ্ঠপোষক বলেন, 'প্রতিটি মানুষের ভেতরে একজন বুদ্ধিজীবী ঘুমিয়ে থাকে। সময়ে-অসময়ে সেটি বের হয়ে আসে। সেসব প্রতিটি মানুষেরই আছে বুদ্ধিজীবী হওয়ার অধিকার। আমাদের এই শো-টি মানুষের ভেতরে বুদ্ধিজীবীকে বের করে তার প্রাপ্য অধিকার তাকে ফিরিয়ে দিবে।'

সঠিক সময়ে সঠিক বুদ্ধিটি বের হতে না পারার মত যুগ যুগ ধরে চলে আসা সমস্যার সমাধান হবে এবার। এমনটা জানিয়ে অন্য একজন বলেন, 'আমাদের চোর পালালে বুদ্ধি বাড়ে। এই শো-এর মাধ্যমে মানুষের ভেতর চোর থাকা অবস্থায় বুদ্ধি বাড়ানোর কাজটি করা হবে। তর্কের সময় পয়েন্ট ভুলে যাওয়া কিংবা বুদ্ধির অভাবে বিয়ে করতে না পারার মত সমস্যার সমাধানও আমরা মানুষকে শেখাবো। দেশের আপামর বিতার্কিক ও বেশি বোঝা মানুষদের বুদ্ধিজীবী বানিয়েই ছাড়বো ইনশাল্লাহ।'

শো-টির বিজয়ীদের বুদ্ধিজীবীর তালিকায় নাম নিবন্ধনের পাশাপাশি ৫টি করে ফরলিক্স দেয়া হবে। এবং ফরলিক্সের বিজ্ঞাপনের মডেল হওয়ার সুযোগও পাবে তারা।

৫০৬ পঠিত ... ১৮:১৭, জুলাই ০৬, ২০২১

Top