প্রথম আলোর কমেন্ট বক্সে তর্ক করতে করতে 'তর্করত্ন' উপাধি পেলেন অনলাইন বিতার্কিক

৮১৮ পঠিত ... ১৬:০৬, জুলাই ০৩, ২০২১

prothom alo torkorotno

প্রথম আলোর কমেন্টবক্সে যাদের টুকটাক যাতায়াত আছে তারা নিশ্চয়ই 'আবুল মিয়া' ওরফে 'কমেন্ট আবুল' কে চিনেন। 'কমেন্ট আবুল' দীর্ঘদিন যাবত দাপটের সাথে পাবলিক পোস্টের কমেন্ট বক্স দাপিয়ে বেড়াচ্ছেন। তার কালজয়ী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মন্তব্যের প্রতি ফেসবুক সোসাইটির রয়েছে তুমুল আগ্রহ।

এই অনলাইন কমেন্ট যোদ্ধা আবুল মিয়াকে কমেন্ট সেক্টরে কার্যকরী বিশেষ অবদানের জন্য বাংলাদেশ গণকমেন্ট পরিষদের পক্ষ থেকে 'তর্করত্ন' উপাধিতে ভূষিত করা হয়েছে। কমেন্ট বক্সে আবুল মিয়ার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, উপাধিটি তারই একটা নজির।

বাংলাদেশ গণকমেন্ট পরিষদের সকল নেতা এবং সদস্যবৃন্দ উপাধি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্রেস্ট গ্রহণ করার পরে তিনি সকল কমেন্ট যোদ্ধাদের উদ্দেশ্য কিছুক্ষণ মোটিভেশনাল স্পিচ প্রদান করেন। তিনি বলেন, 'আমি যখন এই লাইনে প্রথম আসি তখন আমার মতো আবুলদের টিকে থাকা মুশকিল ছিলো। কিন্তু আমি কখনোই দমে যাবার পাত্র ছিলাম না। শত শত হাহা, স্ক্রিনশট সহ্য করে আমি দাঁতে দাঁত চেপে দেশ ও দশের স্বার্থে নিজের মূল্যবান মতামত প্রথম আলোর কমেন্টবক্সে রেখে দিতে কখনোই পিছপা হইনি।'

প্রথম দিককার সংগ্রামের কথা বলতে গিয়ে কি-বোর্ড চেপে হাজারা হাজার কান্নার ইমোজি সহকারে আবুল মিয়া বলেন, 'প্রথম দিকে তো আমার টাইপিং স্পিড এত ভালো ছিলো না। টাকলা ভাষায় লিখতাম। প্রথম আলোর কমেন্টবক্সে তর্ক করতে করতেই আমার টাইপিং স্পিড বেড়েছে। এখন অভ্র দিয়া লিখি।'

কমেন্ট যোদ্ধা হয়ে দেশের যাবতীয় সমস্যা এক কমেন্টেই সমাধান করার লক্ষে দেশের হাজার হাজার তরুণ আবুল মিয়াকেই আইডল মানছেন। আবুল মিয়া এক ফ্যান নোয়াখালী থেকে আগত এই তরুণ কমেন্ট যোদ্ধা বললেন, 'যদিও আমি ইউটিউবের লাইনে আছি তবু্ও আবুল ভাই আমার আদর্শ। আমি তাকে অনুসরণ করি। তার প্রতিটি কমেন্টে প্রথম লাভ রিএ্যাক্ট ও প্রথম 'সহমত ভাই' কমেন্টটা আমারই থাকে। তিনি যেমন প্রথম আলোর কমেন্ট বক্স দাপিয়ে বেড়াচ্ছেন আমিও একদিন ইউটিউবের সকল নাটক সিনেমার কমেন্ট বক্স দাপিয়ে বেড়াতে চাই।'

লেখা: ফয়সাল তালুকদার

৮১৮ পঠিত ... ১৬:০৬, জুলাই ০৩, ২০২১

Top