রাণী এলিজাবেথের ফোনেই হেরে গেছে জার্মানি

৬০২ পঠিত ... ১৩:৫৪, জুন ৩০, ২০২১

Elizabeth

মাঠে নয়, খেলা হয়ে গেছে ফোনে। গতরাতে ইউরো কাপের নক আউট পর্বে জার্মানি বনাম ইংল্যান্ডের ম্যাচের ফলাফল বিষয়ে এমনটাই জানালেন জার্মানির সমর্থকরা। এই ঘটনাটি ঘটেছে খেলার বিরতির সময়ে। জার্মানির প্রধানমন্ত্রী এঞ্জেলা মার্কেলকে কল করেন রাণী এলিজাবেথ। ফোন করে হারতে বলে দেন। এরপরই সেকেন্ড হাফে দু'টো গোল খেয়ে নেয় ফুটবলের ত্রাস জার্মানি।

বাংলাদেশের একাধিক টং দোকান গোয়েন্দারা এমনটা নিশ্চিত করেছেন। এমনই একজন বলেছেন, 'খেলা তো মিয়া মাঠে হয় নাই, খেলা হয়ে গেছে মোবাইলে। মোদির কাছ থেকে এই ট্যাকটিক্সটা শিখেছে ইংল্যান্ড। নইলে দেখেন, পুরা ফার্স্ট হাফ কোন গোল না খাইয়া সেকেন্ড হাফে ক্যামনে ধুম কইরা গোল খাইয়া যায়! এইটাই খেলা, আপনারা তো না বুঝে ৯০ মিনিট টিভির দিকে তাকাইয়া থাকেন।'

চা শেষে সিগারেট মুখে দেয়া অন্য এক দূর্ধর্ষ গোয়েন্দা আয়েশি টানের পর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলেন, 'যেদিন জার্মানি আর ইংল্যান্ড খেলা ঘোষণা হলো সেদিনই আমরা জানতাম যে রাণী জার্মানির প্রধানমন্ত্রীরে ফোন দিবো। সেজন্যই আমি এই ফালতু খেলা না দেইখা করিমের দোকানে ১৫০ টাকা বাজির লুডু খেলা দেখছিলাম। ৪৫ বছরের জীবনে এইগুলা তো আর কম দেখি নাই! আমরা এইসব জানি মিয়া।'

ফোনের বিষয়টি নিশ্চিত করেছেন অন্য এক টং গোয়েন্দা বিশেষজ্ঞ। ইংল্যান্ডে থাকা নিজের ভাতিজার বরাত দিয়ে তিনি বলেন, 'আমার ভাতিজা রাণীগোরে পানি খাওয়ানোর কাম করে। রাণী হেরে অনেক আদরও করে। রাণী যখন ফোন করতেছিলো তখন হেয় লগে খাড়ানো। স্পষ্ট কানে শুনতে পাইছে রাণী বলছে, আপনারা হাইরা যান নইলে কিন্তু নির্বাচনে জিততে পারবেন না।'

এদিকে জার্মানির দলের ড্রেসিং রুমে অবস্থান করা অন্য একজনের শালা মারফত জানা যায়, হেরে যাওয়ার নির্দেশনাসহ ফোন পাওয়ার বিষয়টি একদমই মানতে পারেননি জার্মানির খেলোয়াড় ম্যানুয়াল নুয়ার। কল শেষে রাগে আছাড় দিয়ে ১১টা ফোন ও একটা পানির জগ ভাঙ্গেন তিনি।'

৬০২ পঠিত ... ১৩:৫৪, জুন ৩০, ২০২১

Top