ফুডব্যাংকের কমেন্টবক্সে ৫ বার মেনশন করার পরও ট্রিট না দেয়ায় মানহানির মামলা

৪০৩ পঠিত ... ১৭:০২, জুন ২৪, ২০২১

foodbank manhani (1)

ঢাকার মিরপুরের এক বন্ধু তার বেস্টফ্রেন্ডের নামে শ্যামলী থানায় একটি ভূয়া মামলা দায়ের করেছে। জানা যায়, ফুডব্যাংকের কমেন্টবক্সে পরপর পাঁচবার মেনশন করার পরও তার ওই বন্ধু খাওয়ানো তো দূরের কথা, কমেন্টটাতে একটা রিএ্যাকশনও দিলো না। সেকারণেই কমেন্টে কয়েক হাজারের বেশি হাহা রিএ্যাক্ট পড়ে। এমন অপমান সহ্য করতে না পেরে মামলা দায়ের করেন সাব্বির নামের এই যুবক।

সাব্বিরের সাথে কথা বললে তিনি জানান, 'আজকাল ফকির ভিক্ষা চাইলেও মানুষ ৫ টাকার কম দেয় না। আর ও তো আমার বন্ধু! টঙ্গ দোকানে চা-সিগারেট তো ওরে আমি কম খাওয়াই নাই। ও আমার এইসব উপকারের এমন প্রতিদান দিলো!'

সাব্বির আরো বলেন, 'ফেসবুকের কোটি কোটি মানুষের সামনে ও আমাকে অপমান করছে। ওর এই অপমানের শোধ আমি নিবোই! আমি নেহাত ভদ্র মানুষ বলে ৫ বারের বেশি মেনশন করি নাই। অন্য কেউ হলে ১০ বার করতো! আর ওর কাছে তো আমার অধিকার আছে ভাই! এমনে ছাড়তেছি না, আমি এর চরম প্রতিশোধ নিবো। ট্রিট দেয়া ছাড়া মামলা তুলবো না!'

ট্রিট কেন দেয় নাই? এখন মামলা কীভাবে চালাবে? আমাদের প্রশ্নে সাব্বিরের বন্ধু কিরণ বলেন, 'আমারে ** মারলেও পকেট থেকে একটা টাকা বের হবে না।'

৪০৩ পঠিত ... ১৭:০২, জুন ২৪, ২০২১

Top