মুদি দোকানে পাওয়া যাচ্ছে অ্যাসাইনমেন্ট, আতঙ্কে অস্থির 'সিনিয়র ভাইয়া-জাস্ট ফ্রেন্ড' জোট

১২২৪ পঠিত ... ১৫:৩৫, জুন ২২, ২০২১

mudi dokan assignment (1)

শিক্ষার সহলভ্যতা ও ডিজিটাল বাংলাদেশের অবদানে দেশের আনাচে কানাচে মুদি দোকানে কেজি দরে পাওয়া যাচ্ছে ক্লাসের অ্যাসাইনমেন্ট। বাংলা, ইংরেজি, গণিতের মত বিষয়ের পাশাপাশি সেখানে পাওয়া যাচ্ছদ মাইক্রোবায়োলজি কিংবা বিজনেস ম্যানেজমেন্টের মত কঠিন বিষয়ের অ্যাসাইনমেন্টও। অ্যাসাইনমেন্টের এমন সহজলভ্যতায় আতঙ্ক ও হতাশায় মুষড়ে পড়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়েরা।

দিনের পর দিন মানবতার কল্যানে ডিপার্টমেন্টের জুনিয়র মেয়েদের এসাইনমেন্ট করে দেয়া এই ভাইয়েরা এমন অখন্ড অবসরে কী করবেন? এমন আতঙ্ক চোখেমুখে নিয়ে এক সিনিয়র ভাই বলেন, 'এই খবর শুনে কিছুক্ষণ পর পরই নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। বুকে ব্যথা করছে। জুনিয়র মেয়েদেরকে এসাইনমেন্ট করে দিতে না পারলে আমরা কী নিয়ে বাঁচবো? কীসের আশায় ক্যাম্পাসের এখানে সেখানে বসে থাকবো? ক্যাম্পাসের ঘাসগুলোও তো মালিরা কাটে, ওই কাজও তো ঠিকঠাক পারি না।'

এই সময়ে মুদি দোকানে দাঁড়িয়ে থাকা অন্য এক সিনিয়র সুরে সুরে বলেন, 'বন্ধু যখন এসাইনমেন্ট লইয়া, আমার চোখের সামনে দিয়া হাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়।'

মুদি দোকানে এসাইনমেন্ট পাওয়া যাওয়ার এই ঘটনাকে শিল্প বিপ্লবের সাথে তুলনা করছেন আইবিএ এর এক সিনিয়র। শিল্প বিপ্লবের সময় নিজেদেরকে সময়ের যোগ্য করে গড়ে তোলার দিকে নজর দেয়ার পরামর্শ দিয়ে সবার উদ্দেশ্যে এই সিনিয়র বলেন, 'ভেঙ্গে পড়লে চলবে না। শিল্প বিপ্লব আসবে, আসাটাই স্বাভাবিক। হতাশ না হয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মিউটেশন করতে হবে। তোমরা সবাই আমার মত মুদি দোকানের ব্যবসা শুরু করতে পারো।'

১২২৪ পঠিত ... ১৫:৩৫, জুন ২২, ২০২১

Top