৮ বছরের ভাতিজাকে জার্সির প্রলোভন দেখিয়ে ব্রাজিল সাপোর্টার বানানোর অভিযোগ

২৮৭২ পঠিত ... ১৮:২১, জুন ২১, ২০২১

brazil jersey

অনৈতিক উপায়ে কোমলমতি শিশুদেরকে ব্রাজিল শিবিরে ভেড়ানোর অভিযোগ অনেকদিনের। সম্প্রতি এমন এক সত্যি ঘটনার প্রমাণ পেয়েছে টিম eআরকি। ঘটনাটি ঘটেছে ৮ বছরের কোমলমতি শিশু তাহসিনের সাথে। তাহসিনের চাচা রাকিবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জার্সির প্রলোভন দেখিয়ে নিষ্পাপ তাহসিনকে তিনি ব্রাজিল সাপোর্টার হতে বাধ্য করেছেন।

অভিযোগকারী তাহসিনের মামা সিয়াম একজন আর্জেন্টিনা সাপোর্টার। এমন অনৈতিক কাজের প্রতিবাদ করে কাঁদতে কাঁদতে তিনি বলেন, '৮ বছর আগে তাহসিন যখন দুনিয়াতে আসে ওর মুখের প্রথম শব্দ ছিলো 'অ্যাঁ, অ্যাঁ'। যেটা স্পষ্টভাবে আর্জেন্টিনাকে ভালোবাসার ইঙ্গিত ছিলো। আমি ভাতিজার চেহারার মধ্যে স্পষ্ট আকাশী-সাদার আভা দেখছিলাম। ওর চাচা, হতচ্ছাড়া ব্রাজিল সাপোর্টার রাকিব, একজন অসাধু, বেঈমান লোকটা ওকে ম্যানুপুলেট করে, ওর ব্রেইন ওয়াশ করে ওকে ব্রাজিল সাপোর্টার বানাইছে।'

একই অভিযোগ তাহসিনের ফুফু বিথীরও। একটি ফেক আইডি থেকে এই আর্জেন্টিনা সাপোর্টার বলেন, 'ওর চাচা রাকিব একটা ফ্রড, চোর। আমার ব্যাগ থেকে টাকা চুরি করে তাহসিনকে ব্রাজিলের জার্সি কিনে দিয়েছে। একজন আর্জেন্টিনা ফ্যানের পকেটের টাকায় একটা কোমলতি শিশু ব্রাজিল করবে, এ অন্যায় কোনদিনও মেনে নেয়া হবে না। আমরা এত সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।'

এদিকে তাহসিন কোন দল সাপোর্ট করে? আমাদের এমন স্বয়ং তাহসিন ব্রাজিলের জার্সিতে চুমু খেয়ে নিজের ব্রাজিল সাপোর্টের কথা জানান। পাশাপাশি তিনি বলেন, 'আমার মামাকে দেখেছি, প্রতি বছর ফুটবলের সিজনে একটা ট্রপির জন্য আড়াল আবডালে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেন। আমি চাই না আমার ভাগ্যেও এমন নির্মম কিছু ঘটুক। ব্রাজিল সাপোর্ট করলে এটলিস্ট আমি বলতে পারবো, আমাদের ৫টা কাপ আছে।'

২৮৭২ পঠিত ... ১৮:২১, জুন ২১, ২০২১

Top